আমি সিনেমাপ্রেমী পোকা না৷ সময়-সুযোগ পাইলে সিনেমা দেখা হয়৷ গান নিয়েই বুঁদ হয়ে থাকি। গানের মানুষদের অভিনয়কেও হজম করতে পারি না৷ মনে হয় যার যে কাজ সেই কাজটাতেই ধ্যানমগ্ন থাকা উচিত। এই আমিই একটা সিনেমায় কাজ করেছি৷ কাজ করেছি বললে অবশ্য ভুল বলা হবে, কাজ করতে বাধ্য হয়েছি৷ আর বাধ্য করেছে অন্যদিন সিনেমার পরিচালক কামার আহমাদ সাইমন (Kamar Ahmad Simon) ভাই এবং প্রযোজক সারা আফরীন (Sara Afreen)।
সাইমনভাইয়ের পরিচালিত ‘শুনতে কী পাও’ সিনেমা আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে আমি কাজটা করতে আগ্রহী হই। সিনেমা বলতে নায়ক-নায়িকা আর ভিলেন আশ্রিত ইউটোপিয় গল্পের বাইরেও যে সিনেমা হইতে পারে, নির্জলা বাস্তবতাকে গল্পের মাধ্যমে প্রেজেন্ট করে, তা সাইমনভাইয়ের সিনেমা দেখে বুঝেছি।
২০১৯ সালে সিনেমার শ্যুটিং হয়। সিনেমার নাম অন্যদিন। ভেসে-বেড়ানো একটা দশক কিংবা জনপদের গল্প। আমার সঙ্গে ছিল নূর, মেধা, সূর্য পলাশ এবং অনু। অভিনয় বলতে আমি যেমন তেমনই। গান নিয়েই আমার সিনেমার চরিত্র৷ একদম আনফিল্টার্ড।
একটা সিনেমায় কাজ করেছি তাও মুক্তির খবর নেই। এ নিয়ে অনুশোচনা উদ্বেগের শেষ ছিল না। কতদিন যে সাইমনভাই সারাআপাকে ‘কবে আসবে সিনেমা’ বলে বিরক্ত করেছি৷ বহুদিন সেন্সরশিপের গ্যাঁড়াকলে আটকে ছিল সিনেমাটি৷ অবশেষে মুক্তি পাচ্ছে বড় পর্দায়৷
জুলাইয়ের ১১ তারিখ থেকে সীমান্ত স্কয়ার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে অন্যদিন। চলবে টানা ৭ দিন। এর পর আর দেখার সুযোগ নেই। ওটিটি কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে না অন্যদিন৷ তাই যারা দেখতে চান এর ভেতরেই দেখতে হবে৷ (শাহ) আবদুল করিম ও কফিল (আহমেদ) ভাইয়ের লেখা দুইটা গান নিয়ে আমি আছি অন্যদিনে৷ দেখতে চাইলে এই ৭ দিনের মধ্যেই৷
১০ জুলাই ২০২৫
গানপারে তুহিন কান্তি দাস
গানপার ম্যুভিরিভিয়্যু
- অক্টোবর নয় || তুহিন কান্তি দাস - October 9, 2025
- মায়ের চরণে মেমোয়ার - October 7, 2025
- সাধুসঙ্গ ও সাধনসংগীত || বিমান তালুকদার - October 3, 2025
COMMENTS