ভাষার ব্রেকিং পয়েন্ট || হাসান শাহরিয়ার

ভাষার ব্রেকিং পয়েন্ট || হাসান শাহরিয়ার

 

উৎসর্গ : আইয়ুব বাচ্চু

ভারী কনকনে রাত, তার চেয়ে বেশি নিস্তব্ধতা
একপাশে নড়তেছে হাজার বছরের স্বপ্নের হাড়
একপাশে একলা তুমি—
তোমার ওই শান্ত চোখ, আর তোমার পোড়া-রঙ ছায়া

কাল সকালবেলা
তোমারে কি ফের দেখা যাবে ভাঙারির পাশে?
আমার ভিতরের
সমস্ত গোপন কৌতূহলে তোমার আমন্ত্রণ।

তারপর বলো—আর কী বলতে পারি আমি?
আমার জন্মের কথা?
নক্ষত্রের ইতর কোরাসে জন্ম আমার।

দেখলাম নক্ষত্রের উত্থান, তার আলো ও অন্ধকার।

তারপর একদিন—
নক্ষত্রপতনে বিলাপগ্রস্ত এক ফ্যাকাশে সন্ধ্যা
যেন ধরাশায়ী স্বর, তোমারে ভুইলা থাকার সকল উৎসব।

তারপর একদিন—
উত্থানের স্মৃতি আর পতিত মেঘের বিষাদ লইয়া
নক্ষত্রটা মরে গেল…
সাইলেন্স!
নৈঃশব্দ্যেও থাকে সংঘাত আর মায়াবী সৃষ্টি।

অতএব তোমার সাথে কথা বলতেছি আমি
মানে আমি ধইরা নিছি, আমার হাতের কাছে বইসা আছো তুমি—

স্পেইস কখন বাঁক নিতে থাকে, তুমি জানো?
অথবা বলো দেখি, একটা শূন্য মানুষ কোথায় পাওয়া যাবে?
আচ্ছা, আমি কি তোমার হাত ধরতে পারি?
আহ! আমার ভাষা যেন নিরর্থকতার ভাগাড়, তাই না?

ভাষার ব্রেকিং পয়েন্টে বিস্ফোরিত হইতেছে সকল আকুতি আমার—
২০২২


পূর্বপ্রকাশিত উৎসর্গপদ্য : অজন্ম নক্ষত্র
গানপারে আইয়ুব বাচ্চু
হাসান শাহরিয়ার রচনারাশি

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you