দি পাওয়ার অফ মিথ অ্যান্ড মাস্ক
মিথ্যাবাক্যে ভরা খাতা
তুমি তাতে দুইফোঁটা সত্য ফেলে যাও
আমি তো বসেই আছি পদ্ম ফোটাব বলে পঙ্কিল পারাবারে
শুধু অভিযোগে কোনো ফায়দা হবে না
ফল ফলাবারে লাগে হাতের এগোনো
অরণ্যে এহেন বহু করেছি রোদন
বপন করেছি ঢের কালো তিলবীজ
কিছুতে হয়নি কিছু কাজ
অনুরাগে অন্ধ বলে আমারে ঠেলিছ অবজ্ঞায়
মিথ্যাবাক্যে ভরা খাতায় সভয় সত্যবাক এ-ই :
তোমারে না পাই তবু তোমার মুখোশ চাই আজ
মুখোশে মাতিয়া উঠি বোশেখের মাঙ্গলিক শোভাযাত্রায়
(১ বৈশাখ ১৪১৭)
সূচনাবৈশাখে, জেলা শিল্পকলা সার্কাস থেকে ফিরে
তাইলে এ বলা যাক, তাইলে এ ব্যক্ত হোক অবশেষে এক্ষুনি
কীভাবে এসেছ পলায়া ক্লাসখাতা প্রান্তরে ফেলে
যেমন উদ্বাহু দৌড় মধুচোরদের
জঙ্গলে একাকি বিকেলবেলে
বাঁচায় বাঘের মুখ থেকে
আমিও বেঁচেছি তেমনি
তিনশ মাইল স্পিডে এই ভিড়ে
একপাল কালচারালের আবেষ্টন ছিঁড়ে
একাশি ডিগ্রি অ্যাঙ্গেলে শিল্পকলাগেহ পশ্চাতে রেখে
এই নিষ্প্রভ রোলটানা খাতায় মেঘবর্ণা বাংলা অক্ষরে
বেঁচে গেছি, বড় বাঁচা, বরাতের জোরে
(১ বৈশাখ ১৪১৯)
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS