আজকে চৈত্র সংক্রান্তি, অর্থাৎ ৩০ চৈত্র। আগামিকাল পহেলা বৈশাখ। দুই মাস পর আষাঢ়স্য প্রথম দিবস। তার আট মাস পর পহেলা ফাল্গুন।
বাংলা সনের এই কয়েকটা তারিখই কেবল গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আধিপত্যের সাথে লড়াই করে টিকে আছে।
বাদবাকি বাংলা সন-তারিখ, — ইসায়ী দিনপঞ্জির গ্লোবাল পরাক্রমের মুখে — নিছকই আলঙ্কারিক। ইসায়ী ও হিজরি দিনপঞ্জির মাঝখানে, একটুখানি পারফর্মেটিভ জাত্যাভিমান মাত্র।
শুভ নববর্ষ! 🙂
Latest posts by সুমন রহমান (see all)
- হালুমহুলুমভালুমবাসা, ব্রাত্য রাইসু! || সুমন রহমান - November 23, 2024
- শেখশাহি, সাংবাদিকতা ও স্বাধীন বাংলা || সুমন রহমান - August 23, 2024
- দেশান্তরী গরিবের কম্যুনিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট || সুমন রহমান - July 11, 2024
COMMENTS