মুরুব্বিদের মুখে একটা গল্প শুনছিলাম বহুবার। বোকার গল্প। সেই গল্পটার নতুন ভার্শন তৈরি হয়ে গেছে এতদিনে।
গল্পটা হলো, এক জাতি খেলাপাগল। কিন্তু কোনো খেলাতেই সেরা না। তো, তাদের হাতে আইসা পড়লো ঝিঁঝি নামের এক খেলা। ওই খেলার আবার বেশ কয়েকটা ধরন। প্রথমত একটা ধরনে খুব চেষ্টা করলো, কিছু পারলো না। তারপর অন্য ধরনেও চেষ্টা করলো, হয় না। সবশেষ ধরনটা চেষ্টা করে ব্যর্থ হবার পর তাদের বলা হৈলো তোমরা আসলে কোনো খেলারই উপযুক্ত না।
তো, তারা খ্যাঁক খ্যাঁক করে প্রতিবাদ করে উঠে বললো, — আপনারা ভুল জানেন। আমরা অন্ততপক্ষে একটা খেলায় বিশ্বসেরা।
তখন অন্যরা কৌতূহলী হয়ে জানতে চাইলো, — কোন খেলা?
উত্তর আসলো, — ওই খেলা পাঁচ বছরে একবার হয়। যাতে আমরা দিনেরটা রাতে খেলে জিততে পারি। আমাদের মতো কেউই পারে না!
আশা করি ভোদাইয়ের ‘গু’ খাওয়ার গল্প আর বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের তিন ধরনের খেলার বিষয়টিকে এখানে মিলিয়ে ফেলবেন না!
ইলিয়াস কমল রচনারাশি
- সিনেমার চিরকুট ১৭ - April 19, 2025
- ইয়োসা অবিচুয়ারি || ইলিয়াস কমল - April 18, 2025
- কমপ্লিট আননোন নয় আমেরিকান সিনেমাফিলোসোফি || ইলিয়াস কমল - April 1, 2025
COMMENTS