যখন অন্ধকার, বাপ্পা মজুমদার

যখন অন্ধকার, বাপ্পা মজুমদার

শেয়ার করুন:

আজ দিদির হারিয়ে যাবার দিন
তাকে আর খুঁজে পাওয়া যায়নি

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথাগুলি
তিরিতিরি ফুলেজলে এই কৃতাঞ্জলি
লিখসেন বাপ্পা মজুমদার
যাকে আমি চিনি
বিগত পঞ্চাশোর্ধ্ব স্বদেশে জন্মানো উৎকৃষ্ট সংগীতকারদের মধ্যে একজন

দুঃখের, বেদনার, বড়ই বিপন্নকর বিষাদের সংসার
সহমর্ম প্রকাশ করা ছাড়া আমি কী করতে পারি আর!

কোথাও বেজে ওঠে একটা আশ্চর্য ঊষাভায়োলিন
উদিত হয়, নির্বাপিতও, আমাদের অসহায় মানবজীবন—
ক্ষুন্নিবৃত্তি, রিরংসা, পাঞ্চালিছিনানো ক্ষমতাদর্প, গুম, খুন, অগ্নিপীড়ন

কোথাও খুবই ভিতরে বেদনাই তো আমাদের একমাত্র দোহার—
বিশ্বস্ত সঙ্গী কিংবা আলোকবর্তিকা, যখন অন্ধকার।

০৩ এপ্রিল ২০২৫

জাহেদ আহমদ

জাহেদ আহমদ
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you