এখনকার গে বা লেসবিয়ান কাপলরেও যে সোশ্যালি অ্যাক্সেপ্ট করা যাইতেছে এর একটা কারণ হইল যে, এরা বিয়া করতে রাজি আছে। সোশ্যাল ইউনিট হিসাবে এরা ফ্যামিলিতে বিলিভ করে। একটু ভাবেন, যদি ফ্যামিলি না থাকে তাইলে আপনি সম্পত্তি কই থিকা পাইবেন? বা মরার পরে কারেই বা দিয়া যাবেন? কেমনে দিবেন? ফ্যামিলি ইজ নট অনলি ইম্পোর্টেন্ট, বরং ফ্যামিলি ইজ এভরিথিং! ক্যাপিটালিজমরে যদি সিস্টেম হিসাবে সার্ভাইব করাইতে চান এইটা ছাড়া কোনো উপায়ই নাই।
এই বছর মেক্সিকোর বার্ডম্যান যে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাইল আম্রিকার বয়হুড না-পাইয়া এইটারও মূল কারণ এই ফ্যামিলি। বয়হুড দেখায় যে, সোশ্যাল বইলা যেইটা আছে সেইটা আসলে ইন্ডিভিজ্যুয়াল। আর বার্ডম্যান দেখায় যে, ইন্ডিভিজ্যুয়াল আবার কেডা, যদি ফ্যামিলি না থাকে! অন্য বেটিদের সাথে সেক্স করলেও সে বউয়ের কাছে থিকাই প্রেমিকের রিকগ্নিশন চায়; তার মে’র কাছে হিরো হইতে পারলেই সে পিপলের হিরো হইতে পারে; এমনকি লাস্ট সিনে সে যখন উড়ালটা দিতে পারে, তার মে’রেই সেইটা দেখা লাগে।
আর তার মে হইল এইরকম ভালো একটা মাইয়া যে বুঝতে পারে, সবচে ভালো অ্যাক্টিং হইল হোয়েন ইউ আর নট অ্যাক্টিং অ্যাট অল! এইটাও সে কো-আর্টিস্টের কাছ থিকা শিখতে পারে না, থ্রু হিজ ডটার তারে এইটা রিয়ালাইজ করতে হয়।
হলিউডি ম্যুভিগুলা অ্যাজ অ্যান আইডিয়া ফ্যামিলিরে কোনো-না-কোনোভাবে আপহোল্ড করে এবং এই আইডিয়াতে সাবস্ক্রাইব না কইরা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়াটা খুবই রেয়ার ঘটনা হওয়ার কথা। মানে ভালো সিনেমা তো হইতেই হবে তারপরে ফ্যামিলিও থাকা লাগব লগে।
ইনারিতু (উচ্চারণ ভুল হইতে পারে) তো এর আগে আরো চাইরটা সিনেমা বানাইছেন; কিন্তু ‘এপিক’ বানানোর ডিজায়ার উনি ছাড়তে পারেন নাই কখনোই, যেই এপিকের দুনিয়া আমাদেরকে অ্যাবানডান কইরা রাইখা গেছে বহুত আগেই, সেই চার্লস ডিকেন্সের আমলে। এই কারণে উনি যখন চাইরটা-পাঁচটা জায়গারে মিলাইয়া দিয়া পুরাটাই বইলা ফেলতে চান তখন সেইটারে গোঁজামিলই লাগে; কারণ আমাদের এপিকগুলা এতটাই স্কেটার্ড যে পুরাটা বইলা কোনোকিছু আর এক্সিস্টই করে না! এইটারে উনি মানতে পারেন না। উনি এইরকমও ভাবতে পারছেন যে, একটা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড হয়তো উনারে বাঁচাইয়া দিতে পারবে। না-পারতে-পারতেই উনি এই সারেন্ডারও কইরা ফেলতে পারছেন আসলে!
আসলে বাঁইচা থাকতে হইলে কিছু-না-কিছু অ্যাচিভমেন্টও দরকার। তা নাইলে খালি খালি সাক্সেসফ্যুল আর্ট পয়দা করাটা তো বোরিং একটা ব্যাপার!
Movie Title: Birdman or (The Unexpected Virtue of Ignorance) ।। Genre: black comedy ।। Directed by Alejandro G. Iñárritu ।। Starring by Michael Keaton, Zach Galifianakis, Edward Norton, Andrea Riseborough, Amy Ryan, Emma Stone, and Naomi Watts ।। Music by Antonio Sánchez।। Language: English ।। Running Time: 119 minutes ।। Released in 2014
… …
- এন্ড্রু কিশোর আর ক্যাসেটে বন্দী আমাদের গানের জীবন || ইমরুল হাসান - July 22, 2020
- বাংলাদেশি সিনেমা : অ্যা ব্রিফ হিস্ট্রি ১ || ইমরুল হাসান - July 15, 2020
- আবারও কবিতার নয়া বই || ইমরুল হাসান - September 14, 2019
COMMENTS