ইংরেজি ভাষায় রচিত শিশুকিশোরসাহিত্যে কার্নেগি মেডেল দেওয়া হয়ে আসছে ১৯৩৬ সাল থেকে।
এ-বছর, ২০২৫ খ্রিস্টাব্দে, এই পুরস্কার পেলেন মার্গারেট ম্যাকডোনাল্ড। সুসাহিত্যিক মার্গারেট ম্যাকডোনাল্ড পুরস্কার পেয়েছেন তাঁর ‘গ্লাসগো বয়েজ়’ বইটির জন্য।
বইয়ের অলঙ্করণের জন্যে একই বছরে এই পুরস্কার পেলেন অলিভিয়া লোমেনেখ গিল, তাঁর ‘ক্লেভার ক্রো’ বইয়ের জন্য।
শ্যাডোয়ার্স চয়েজ় হিসেবে কার্নেগি মেডেল পেয়েছেন ন্যাথানেল লেসোর এবং অলঙ্করণের জন্য শ্যাডোয়ার্স চয়েজ় মেডেল পেয়েছেন লেখক ও শিল্পী থিও প্যারিশ।
গানপার নিউজ ডেস্ক
Latest posts by গানপার (see all)
- আব্বাসউদ্দীন আল মাহমুদ - January 7, 2026
- ছবিলেখকের মিত্রকলা - January 6, 2026
- পরিভ্রমণের প্রেরণাবাহিত কবিতা - January 6, 2026

COMMENTS