মুমূর্ষু খয়েরি রাত। এটি আমার দ্বিতীয় কবিতার বই।
২০১৮ সালে প্রথম কবিতার বই প্রকৃত ঘুমের দুপুর ও চে প্রকাশিত হয় আগামী প্রকাশনী থেকে। মাঝে কেটে গেছে চার বছর। এই চার বছর ধরে বিভিন্ন সময়ে লেখা কবিতাসমূহকে এক করে শতাধিক কবিতার সংকলন এই বই।
দুই/একটি লিরিক এখানে স্থান পেয়েছে বাকিগুলো স্রেফ কবিতা। আগের বইটি থেকে বিষয় বা প্রকরণে তেমন আলাদা নয় এই বই তবে কোথাও কোথাও অভিব্যক্তির কারণে ভিন্ন হয়ে উঠেছে। পাঠকের বিচার যদিও একদম স্বতন্ত্র হবে।
নাম দেখেই বোঝা যাচ্ছে দুপুর থেকে রাতে নেমেছি এই নামা পূর্বপরিকল্পিত নয়।
বইটি প্রকাশ করতে সবচেয়ে বেশি সহযোগিতা যার পেয়েছি তিনি আগামী প্রকাশনীর মেননভাই। প্রিয় মেহেদী হাসান বইটির প্রুফ ও অন্যান্য সংগতি-অসংগতি দেখে দিয়েছে। আতিকুজ্জামান রাসেল ফাইনাল প্রুফ দেখে দিয়েছে। প্রচ্ছদ এঁকেছে শিল্পীবন্ধু সব্যসাচী মিস্ত্রী।
Latest posts by গানপার (see all)
- মুহাম্মদ শাহজাহান : অগ্রন্থিত প্রস্থান - March 15, 2023
- বইয়ের খবর লেখকের জবানে / মুমূর্ষু খয়েরি রাত ও শিবু কুমার শীল - February 28, 2023
- মাসানোবু ফুকুওকা : এক তৃণখণ্ডের প্রতিরোধ || আহমদ মিনহাজ - February 28, 2023
COMMENTS