অবিভক্ত অধ্যায়ের বাংলার বিশেষত মধ্যবিত্ত বলয়ের সাংস্কৃতিক ইতিহাসের এক দিকের স্তম্ভ যদি হয় ঠাকুর পরিবার, অন্য দিকেরটা অবশ্যই রায় পরিবার। ঠাকুর পরিবারের কথা তো, কী আর বলব, উল্লেখ বাহুল্য। বইয়ের উপজীব্যও রবিপরিবার নয়, রায়পরিবার।
যা-ই হোক। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়—এই ত্রয়ী সর্বজনপরিচিত হলেও তাদের পাশাপাশিই সে-পরিবার বাংলা ভাষার শিশুসাহিত্যে একেকজন তারকাকে এনেছে—কুলদারঞ্জন রায়, সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায়চৌধুরী, লীলা মজুমদার প্রমুখ।
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘সত্যজিৎ ও রায় পরিবারের শিশুসাহিত্যচর্চা’ বইটি দি গ্রেইট সত্যজিৎকে কেন্দ্রে রাখলেও বলা যায় এইটা রায় পরিবারের এক বিশদ চিত্রও। বইয়ের প্রকাশক কলকাতার পুনশ্চ। বইয়ের ছাপা, কাগজ ও বাঁধাই দৃষ্টিনন্দন। সংগ্রহে রাখার মতো, তথ্যসুখকর, প্রয়োজনীয়।
বইনিউজ ডেস্ক
গানপার বইরিভিয়্যু
Latest posts by গানপার (see all)
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS