ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের বাংলা ভাষীদের কাছে প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড হচ্ছে এবিপি লিমিটেডের আনন্দ পুরস্কার। নানান ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেয় তারা। প্রত্যেক বছর। প্রবীণদের পাশাপাশি অপেক্ষাকৃত নবীনদেরও ওরিয়েন্ট করানো হয় লার্জার অডিয়েন্সের কাছে। এবারেও প্রথার অন্যথা হয়নি। এবারে ১৪৩১ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার প্রদান করা হয় সাহিত্যিক স্মরণজিৎ চক্রবর্তীকে। লেখক এই পুরস্কার পেয়েছেন তার ‘শূন্য পথের মল্লিকা’ উপন্যাসের জন্য। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রভাবশালী মূলধারা সাহিত্যবারোয়ারি দেশ পত্রিকায় পাক্ষিক কিস্তিতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এই উপন্যাস। অতএব, বলা যায়, একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ সম্পাদকীয় বিবেচনায় এই উপন্যাস ইতোমধ্যে উত্তীর্ণ। পুরস্কার-প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সুনীল শীর্ষেন্দু সমরেশদের পরের মধ্যবিত্ত বলয়ের কাহিনিধর্মী ফিকশনরচয়িতাদের মধ্যে গদ্যের ট্রেন্ড কেমন বুঝতে চাইলে এমন পুরস্কৃত বইগুলো সহায়তা করতে পারে পাঠকেরে। দেশের সবগুলো বইবিকিকিনির দোকানে ভারতীয় বইগুলো সুলভ।
বইনিউজ ডেস্ক
গানপারে বইরিভিয়্যু
- পুরস্কারপাওয়া ভারতীয়া বাংলা উপন্যাস - October 22, 2025
- শিশুসাহিত্যচর্চায় রায় ফ্যামিলি - October 22, 2025
- একটি ইতিহাসের অটোবায়োগ্রাফি - October 21, 2025

COMMENTS