ভারতের একটি কৃষ্টিঋদ্ধ অঞ্চল কোচবিহার। সংস্কৃতি, ঐতিহ্য ও লোকসংগীতের ভূমি কোচবিহার। এই কোচবিহার শহরে বেড়ে উঠেছেন অবিসংবাদিত আব্বাসউদ্দীন আহমেদ, যিনি আব্বাস নামেই সমাধিক পরিচিত। বঙ্গজ লোকসংগীতের এক স্বরাট সম্রাট।
গানের জগতে এই আব্বাসের ছিল না কোনো ওজনদার ওস্তাদের তালিম। শুধুই নিজের প্রতিভার বলে রপ্ত করেছিলেন ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদী গান। দরদভরা কণ্ঠে পল্লিগানের সুরে মাতিয়ে রেখেছিলেন বাংলা লোকসংগীতের আস্ত ভুবন।
দেশভাগের পর বাংলাদেশ তাঁর স্থায়ী ঠিকানা হলেও কোচবিহার জুড়ে এই শিল্পীর রয়েছে অজস্র স্মৃতি। ইন্ডিয়ারই কোচবিহারে ভগ্নপ্রায় হয়ে আজও দাঁড়িয়ে আছে আব্বাসের ভিটা, ঘর, বাড়ি, আকৈশোর চরাচর।
ইন্ডিয়ান বাংলা ভাষার কবি পাপড়ি গুহ নিয়োগী বিপন্ন-বিষণ্ণ আকুতি নিয়ে লিখে ফেলেন আব্বাসের জীবনের সেইসব কথা যেখানে একটা লুপ্ত সময় ধরা দেয় চোখের সামনে। অনন্ত হাহাকারের গানের মতন সামনে এসে দাঁড়ান আব্বাসউদ্দীন।
শিল্পীর জীবনের আলেখ্য নিয়েই ‘আব্বাসনামা’। যাবতীয় তথ্যের ভিত্তিতে ব্যাখ্যাবিস্তার প্রণয়ন করেছেন পাপড়ি গুহ নিয়োগী। জীবনীকিতাবটির প্রণেতা একজন কবি হওয়ায় এর ভাষা ও গদ্যপ্রকৌশল হয়েছে অনুভূতিপ্রধান, মিতকথনধর্মী, উপভোগ্য।
বইটা পাব্লিশ করেছে ভারতের প্রতিভাস প্রকাশন। মোদ্দা চাইর ফর্মার, মানে চৌষট্টি পৃষ্ঠার, বই। হিরণ মিত্র অঙ্কিত প্রচ্ছদপ্রতিকৃতি ও লেটারিঙে বইয়ের অঙ্গসজ্জা দারুণ!
বইনিউজ ডেস্ক
- রিপ্রিন্ট রিফ্রেশিং - November 7, 2025
- কোচবিহার ও আব্বাসউদ্দীন - November 7, 2025
- দেবেশ রায়ের ফ্যাসিবাদের বিত্তান্ত - November 6, 2025

COMMENTS