বাকি পৃথিবীর লোকেরা ফুটবল খেলে। ব্রাজিলিয়ানরা খেলে না, তারা ফুটবল খায়, ফুটবল এদের কাছে জিহাদ, সাহিত্য, রাজনীতি … সব … সব!
আমাদের সৌভাগ্য যে ব্রাজিলিয়ান মায়েস্ত্রোদের একসাথে খেলতে দেখেছি। আর কদিন পরেই কোপা আমেরিকা শুরু হতে যাচ্ছে। ট্যালেন্ট হিসাব করলে এখনকার যে-টিম এইটাও গোটা বিশ্বকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।
সমস্যা ঐ একটাই, এরা এত সিরিয়াসলি মুডে খেলতে চায় না। খেলা নিছক খেলাই, সন্ধ্যাবেলার হইহুল্লোড় পার্টির মতন।
তবে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা নদীর ঐপাড়ে খুব লাফালাফি চিল্লাচিল্লি করেছে গত বছর। ৩৬ বছর পর জিতছে তো। অথচ এই বিশ্বকাপ একসময় ব্রাজিল জিততে জিততে শেষে ক্লান্ত হয়ে উরুগুয়ে মুরুগুয়েকে মাগনা দিয়ে ফেলেছিল। “যা, তোরা নিয়া যা।”
কিন্তু গতবারের আর্জেন্টিনার ফইন্নির মতন চিল্লাচিৎকারটা ব্রাজিলিয়ানদের সম্মানে লেগেছে। অনেক বছর পর আন্দিজের লাল মাটিতে ঘোড়ার খুর বাদাম তুলতেছে, আমাজনের রৌদ্রঝলসানো প্রান্তরে জাগুয়ারবাচ্চা থাবা শানাইতেছে। এইবার বড় তুফান উঠবে রে বাচ্চারা!! সামালকে…
— সত্যজিৎ সিংহ
- ব্রা… - July 13, 2024
- লেখাগ্রস্ত || সত্যজিৎ সিংহ - June 23, 2024
- বাংলাদেশ, ব্যান্ডসংগীত ও আইয়ুব বাচ্চু || সত্যজিৎ সিংহ - October 24, 2018
COMMENTS