ব্রিজিতবচন

ব্রিজিতবচন

স্থিরচিত্র হচ্ছে এই জীবনেরই একটা দারুণ উদাহরণ যা অনন্তকালের জন্য ধরিয়া রাখা যায় এবং যা, মানে এই জীবন, অনাগত অনন্ত কাল ধরে তোমার দিকে অপলক থাকিয়ে থাকা ব্যতিরেকে একটা মুহূর্তও কাটাবে না।

আপনার বয়োজ্যেষ্ঠ আপনজন নারীটি বয়সে এবং অভিজ্ঞতায় ক্রমশ প্রবীণ ও বুড়ো হচ্ছেন এইটা দেখার চেয়ে বেশি বিউটিফুল আর কী হতে পারে? বয়সের প্রত্যেকটা পর্যায়েই মানুষ সুন্দর, বয়সের প্রতিটা ধাপই বিস্ময়মুগ্ধকর, এই বয়সস্তরগুলোর ভিতর দিয়াই আমরা বাঁচি।

শুধুমাত্র বোকাহাবারাই তাদের মনমানসিকতা পাল্টাতে অস্বীকার করে।

আমি যা ভাবি তা-ই বলি এবং যা বলি তা নিয়া ভাবতে থাকি।

ওরা আমায় পাপী বলতে পারে, কিন্তু আমি তো নিজেরে নিয়ে একদম প্রশান্তচিত্ত রয়েছি।

একটা জিনিশ আমি বুঝেছি যে এই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই জিনিশ হচ্ছে স্নেহমমতা আর দয়াদাক্ষিণ্য। এই দুইটা ছাড়া আমার একমুহূর্তও চলে না।

আমি যখন ভালোবাসি, হিসাব করে বাসি না। আমি নিজেরে পুরাটা উজাড় করে দেই। এবং প্রত্যেকবার মনে হয় এইটাই আমার জীবনের সেরা ভালোবাসা।

ভালোবাসতে গেলে একটা কারণ কি না হলেই চলে না তোমার? কেন, কারণ ছাড়া বাসতে পারো না ভালো?

যখন কাজে ডুবে থাকি তখনই আমার সময় কাটে ভালো। আমি অতিমানবিক নই আবার অকৃতজ্ঞও নই।

রাজনৈতিকভাবে কারেক্ট হাঁদারামগুলাই আমারে বেজায় ভুল বোঝে।

ত্যাজ্য হবার আগেই ত্যাগ করি আমি। ডিসিশনটা আমিই নিয়া থাকি সবসময়।

মানুষেরে আমি দিয়াছি আমার সৌন্দর্য ও আমার যৌবন। এইবার আমার লব্ধ অভিজ্ঞতা আর প্রজ্ঞা আমি দিব অসহায় জীবজন্তুপশুদেরে।

ক্রমশ ন্যুব্জ বুড়ো হওয়াটা দুঃখের, কিন্তু পরিপক্ব হওয়া আবার দারুণ সুন্দর একটা ব্যাপার।

কখনোই নিজেরে ব্যবহৃত, পরিত্যক্ত ও বুড়ো মনে করি না আমি। বয়স নিয়া ভাবাভাবির অত সময় নাই আমার হাতে। কেননা আমি বাঁচি আমার নিজেরই কারণে।

আমি যখন প্রেম করি তখন প্রেমটাই করি। রতিক্রিয়ার সময় আমি চিন্তাটা করি না।

রোজ রাতে একই জিনিশ ঘুরেফিরে করতে আমার ভাল্লাগে না। একই ইঙ্গিতইশারা একই ভাবভঙ্গিমা বিরক্তিকর লাগে। এইরকম মুহূর্তে মনে হয় যেন দুইদিন-না-কাঁচা প্যান্টি পরে আছি বিদঘুটেভাবে। গা ঘিনঘিনে লাগে।

খ্যাতি আমারে দিয়েছে এত অসুখী দিনরাত্রি।

তিরিশ হলো বয়স আমার, কিন্তু আমার মধ্যে এমন অনেককিছুই আছে যেগুলোর বয়স এখনও পনেরো।

দুনিয়ার চলচ্চিত্রগুলো দুইজন নারীর মধ্যে কেমন সম্পর্ক হতে পারে এই বিষয়ে কিছুই বলে না আমাদেরে।

চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

 

বিদিতা গোমেজ

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you