জফির সেতু : মনন, সৃজন, জীবন

জফির সেতু : মনন, সৃজন, জীবন

কবির জন্মদিনে এর চেয়ে বেহতর আর কী হতে পারে একটা-কোনো কম্পাইলেশন থেকে সেই কবির পঙক্তিচূর্ণ/পঙক্তিমালা পাঠ করা ছাড়া?

বাংলাদেশের সমবয়সী কবি জফির সেতুর জন্ম ২১ ডিসেম্বর ১৯৭১ উত্তর-পূর্ব সীমান্তবর্তী বিভাগীয় জেলাশহর সিলেটে। পেশাজীবনে বেছে নেন শিক্ষকতা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলা ভাষা ও সাহিত্য পড়ান। কবি হিশেবে তিনি বিপুল প্রজ্ঞা ও প্রাখর্যের আখর রেখেছেন তাঁর কবিতায়। কেবল কাব্য নয়, তাঁর কথাসাহিত্য তথা ছোটগল্প ও উপন্যাস, প্রবন্ধ, গবেষণা ও সম্পাদনা পাঠকের সমীহ আদায় করে নেয় আবির্ভাবের গোড়াতেই। ইম্প্যাক্ট রাখতে পেরেছেন তিনি তাঁর সময়ের কবিতাভাষায় নিজের ভাষাভঙ্গি, ইম্যাজিন্যাশনের উইং এবং ইন্টুইশনের ঔজ্জ্বল্য দিয়ে।

প্রকাশিত কবিতাবই, গল্পগ্রন্থ, উপন্যাস, ভ্রমণাখ্যান, প্রবন্ধগ্রন্থ, সম্পাদনা ও গবেষণা সব মিলিয়ে খুবই ইম্প্রেসিভ। যদিও সংখ্যায় নয়, সেতু তাঁর রচনার বোধিবিবেচনা ও কল্পনাসারবত্তায় ইম্প্রেস করেন পাঠককে। গেল সহস্রাব্দের শেষ শতক নব্বইয়ের শুরুতেই তিনি লিটলম্যাগের কবিতাকেন্দ্রী সৃজনমুখরতায় মাতোয়ারা হয়ে ওঠেন; রয়েছেন মাতোয়ারা আজও।

বহুবর্ণ রক্তবীজ  (২০০৪) তাঁর প্রথম কবিতাবই। ইমিডিয়েইট পরের বছরগুলায় বেরোতে থাকে একে একে সহস্র ভোল্টের বাঘ (২০০৬), স্যানাটোরিয়াম (২০০৮), তাঁবুর নিচে দূতাবাস (২০১১), সিন্ধুদ্রাবিড়ের ঘোটকী (২০১২), জাতক ও দণ্ডকারণ্য (২০১৩), সুতো দিয়ে বানানো সূর্যেরা (২০১৪), ময়ূর উজানে ভাসো (২০১৪), ডুমুরের গোপন ইশারা (২০১৪), প্রস্তরলিখিত (২০১৫), ইয়েস ইউ ব্লাডি বাস্টার্ডস (২০১৫), আবারও শবর (২০১৬), এখন মৃগয়া (২০১৬), নির্বাচিত কবিতা (২০১৮), তিন ভাগ রক্ত (২০১৯) প্রভৃতি কবিতাবই।

উল্লেখযোগ্য ছোটগল্পবই বাবেলের চূড়া (২০১৩), উপন্যাস হিজলের রং লাল (২০১৬), ভ্রমণাখ্যান না চেরি না চন্দ্রমল্লিকা (২০২১), প্রবন্ধবই লোকপুরাণের বিনির্মাণ ও অন্যান্য প্রসঙ্গ (২০০৯) প্রভৃতি। বিচিত্র মননসন্ধিৎসু গবেষণাগ্রন্থ ছাড়াও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অনেক সম্পাদনা। কাগজ সম্পাদনা করে আসছেন দু-দুটো : ২০১০ থেকে সুরমস  ও ২০১১ থেকে কথাপরম্পরা।

আর কী হতে পারে বেহতর, কবির বার্থডে সেলেব্রেশনে, কবিতা পড়া ছাড়া? গানপার থেকে সেলেব্রেইটিং জফির সেতু উদ্যোগে এইটুকু ঝটিতি ইন্ডেক্স কবিতার অনুরাগী রিডারের আশকারা পাবে এমনটা আশা আমরা করি। ডিসেম্বরে এই শীতোষ্ণ বছরান্তিমে হ্যাপি বার্থডে জানাই কবিকে।

জফির সেতু : মনন, সৃজন, জীবন
২১ ডিসেম্বর ২০২৩ গানপার


হাতে তারাফুল, শরীরে মারি ও মড়ক
জফির সেতু কবিতাকালেকশন
.
ঘাটুগান প্রসঙ্গে
জফির সেতু
.
জফির সেতু : কবিতায় আদিপ্রাকৃত
আহমদ মিনহাজ
.
কবিতার কুশলমঙ্গল ও অন্যান্য কোলাহল
জফির সেতুর সঙ্গে অন্তরঙ্গ আলাপ
সুমন বনিক
.
.
গানপার ২০২৩

COMMENTS

error: