‘চলন্তিকা’ পেলাম। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী — শিক্ষকতুল্য, শিল্পপ্রাণ জ্যোতির্ময় সিংহ মজুমদার — আমাদের চন্দনকাকু হাতে তুলে দেন। সোয়া পঁচিশ ফর্মার এই গ্রন্থটি সম্পাদনা করেন তিনি। এটি চলন্তিকার শুধু সুবর্ণস্মারক নয়, উত্তরপূর্বাঞ্চলের মুদ্রণের ইতিহাস ধারণ করেছে বলে মত দেন সজ্জন, প্রকাশক মোস্তফা সেলিমভাই।
এই প্রকাশনায় ‘ভালোলাগার চলন্তিকা’ বলে নিজের একটি লেখা ছাপা হয়েছে।
যেটুকু অল্প জানা এ জীবনে — সুরুচি ও শিল্পভাবনায় — চন্দনকাকুর অবদান সেখানে অনবদ্য, অনস্বীকার্য। ছেলেধরা শিক্ষকের মতো তিনি যেচে যেচে দিবেন কিন্তু গ্রহীতা অনাগ্রহী হলে নৈব, নৈব চ। মার্জিত, পরিপাটি রুচিবোধ। চলন্তিকায় বেশ কিছুদিন চাকুরির সুবাদে কাকুর নানামুখী সৃজনশীল কাজ সম্পাদন ও ভ্রমণেও সঙ্গী হওয়ার সৌভাগ্য হয়েছিল।
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘চলন্তিকা প্রিন্টার্স’ এ-বছর পথচলার সুবর্ণ জয়ন্তী পূর্ণ করেছে। নিজে একটি ছোট্ট প্রতিষ্ঠান করেছি বলে টের পাই প্রতিষ্ঠানের গুণগত মান, প্রযত্ন-পরিষেবা ধরে রাখা অনেকখানি সাধনার। এখনো তিনি তা ধরে রেখেছেন।
০৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার সিলেটের বারুতখানাস্থ সুরম্য এক হোটেলে বর্ণাঢ্য আয়োজনে এ বিশেষ দিনটি উদযাপন করা হয়। সিলেটের সুধী ও সারস্বতজন অনেকের উপস্থিতি আয়োজনকে আরও বর্ণময় করে তোলে।
চলন্তিকার অব্যাহত পথচলা, স্বপ্ন পূরণে যুগের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলা আরও মসৃণ হোক, আনন্দময় ও গৌরবময় হোক — একজন গুণগ্রাহী হিসেবে আমার অনিঃশেষ শুভকামনা ও শ্রদ্ধা রইল।
২০ মার্চ ২০২৫
বিমান তালুকদার রচনারাশি
গানপারে বইরিভিয়্যু
- মধ্যনগরে বঙ্গাব্দবরণ ১৪৩২ || বিমান তালুকদার - April 18, 2025
- অতি সাধারণ ঋণ বা ন্যানো ক্রেডিট || হুমায়ূন আকাশ - April 17, 2025
- গাজায় মৃত শিশুর ভর্ৎসনা || মোহাম্মদ জায়েদ আলী - April 12, 2025
COMMENTS