হলে গিয়ে দু-বার একটি ছবি দেখেছি এ-রকম কখনো হয়নি। তার উপর এই রকম ছবি পছন্দের জন্রার মধ্যেও পড়ে না। এই ক্ষেত্রে ব্যতিক্রম করে ফেললাম!
বাজেটস্বল্পতা (বাংলাদেশে সিনেমাশিল্পের ব্যর্থতা) ছাপিয়ে ‘চন্দ্রাবতী কথা’ একটি অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে জীবনে।
বাংলাদেশি মিডলক্লাসের ড্রয়িঙরুমে/বসার-ঘরের দেয়ালে সবসময় দেখে এসেছি ব্যাটামানুষের ছবি টাঙানো থাকে; আসলে থাকত, এখন হয়তো থাকে না; আসলে জানি না এখনকার অবস্থা কেননা মিডলক্লাসের ইন্টেরিয়রে প্রবেশ করা অসম্ভব প্রায়। মিডলক্লাস স্যাচুরেইটেড চূড়ান্ত পর্যায়ে, কখনো মেরুদণ্ডহীন (রাজনীতিবিদের ছবি টাঙিয়ে-চুম্বিয়ে পলিটিক্সে জীবন অসার)।
যা বলছিলাম, ব্যাটামানুষ মানে রবীন্দ্রনাথ, নজরুল এবং হয়তো লালন। বাংলাদেশির মানসপটে নারীরা এখনো জায়গা করে নিতে পারেনি। রোকেয়া-প্রীতিলতার পোস্টার-ফ্রেম তেমন করে ব্যাটালোকদের মতো দেয়ালে উঠতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের হল-মেসের বিপ্লবী দেয়ালগুলোর চিত্র হয়তো ভিন্ন।
এর কারণ কি?
‘চন্দ্রাবতী কথা’ (ইংরেজি শিরোনাম The Tales of Chandrabati) ষোড়শ শতকের প্রেক্ষাপটে নির্মিত আত্মজীবনীমূলক বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। … প্রেক্ষাগৃহে মুক্তির পূর্বে ২০১৯ সালের ৯ নভেম্বর, ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চন্দ্রাবতী কথার প্রথম প্রদর্শনী হয়। বাংলাদেশের হলে ছবিটি এখন চলছে।
আমার নিজের ব্যর্থতা স্বীকার করেই বলছি আমি জানতামই না এ-রকম একজন কবি আমাদের আছে। আমি জানি না বাংলাদেশের কতজন মানুষ জানে এই কবির কথা, হয়তো অনেকেই জানে। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কি জানতে পারবে? একদিন তারা হারিয়ে যাবে না আমাদের আর্কাইভ থেকে? মানসপটে ধরে রাখা তো অনেক পরের কথা!
ছবিটি নিয়ে অনেককিছু বলার ছিল কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক এবং সামাজিক বিপর্যয়ে কোনো কথাই যুতসই লাগছে না। রাজনৈতিক ইন্ধন, ব্যর্থতা, যোগসাজশ এবং বাঙালি মুসলিম সমাজের বিল্ট-ইন অথবা গড়ে-ওঠা সাম্প্রদায়িকতা ছাপিয়ে আর কিছু মাথায় ঘুরছে না আজকাল। আমি নিজেই জীবনে না-বুঝে অনেক সাম্প্রদায়িক কাজ করেছি মুসলিম হিসেবে, যেমন আমি আমার হিন্দু বন্ধুকে বলেছি যে মুসলিম হয়ে যেতে, বেহেস্তে যেতে পারবে। আমরা তো চারদিকে এগুলো দেখে শিখে বড় হয়েছি। সাম্প্রদায়িকতা দূর করার জন্য আমাদের অনেক দূর যেতে হবে।
আমিও অনেকের মতো অনুরোধ করব ছবিটি হল থেকে নেমে যাওয়ার আগে পরিবার-সমেত দেখতে। বিশেষ করে আপনার সন্তানদের সঙ্গে দেখার জন্য খুবই দরকারি ছবি।
ছায়াছবির নাম ‘চন্দ্রাবতী কথা’ (The Tales of Chandrabati) ।। মুক্তি / ৯ নভেম্বর ২০১৯ (কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব); ১৫ অক্টোবর ২০২১ (বাংলাদেশ) ।। দৈর্ঘ্য ১০৫ মিনিট
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS