সিনেমার চিরকুট ২৩

সিনেমার চিরকুট ২৩

শেয়ার করুন:

ছবিটা বহুদিন আগে একবার দেখতে শুরু করছিলাম। কিছুটা স্লো। স্লো ছবি দেখতে আমার বিশেষ মনোযোগ প্রয়োজন হয়। আর সবসময় তো অতটা মনোযোগ থাকে না। ফলে ওই সময় দেখা হয়নি। ছবির প্রিন্টটাও তখন গুরুত্বপূর্ণ ছিল। ডিভিডি রিপও বোধহয় ছিল না। সব মিলে ছবিটার কথা ভুলেই গেছিলাম।

তবে কিছু কিছু ছবি থাকে না যে ট্রেলার দেখার পর কোনও না কোনও শট, দৃশ্য চোখে লেগে থাকে। যতক্ষণ না পুরো ছবিটা দেখা হয় ততক্ষণ তা মগজ থেকে যায় না। এইটা সেরকম একটা ছবি।

এক কথায় বলতে গেলে বিষণ্ন আর মন খারাপ করে দেওয়া ছবি। যেন সিনেমার ভেতর থেকে বিষণ্নতা এসে ছুঁয়ে দিবে এখনই। এতটা টাচি।

আর ইভানের চরিত্রটা এত সুন্দর, এত সংবেদনশীল! দেখলে মন খারাপও হয় আবার ভালোও লাগে। এমন চরিত্রগুলো পৃথিবীর সৌন্দর্য। তাদের প্রেমটাও তীব্র, আবার অভিমানটাও। কখনো কখনো যা ক্ষোভেরও হয়ে ওঠে। ইভানের জন্য আমার ভালোবাসা রইল।

একই পরিচালকের ‘ল্যাভিয়াথান’ দেখেও মুগ্ধ হয়েছিলাম। ‘লাভলেস’ দেখার সাহস হয়নি বিষণ্নতা পেয়ে বসবে এই ভয়ে। কিন্তু এখন মনে হচ্ছে দেখাই উচিত।

ইলিয়াস কমল ২১ সেপ্টেম্বর ২০২০

সিনেমার চিরকুট প্রবাহ
ইলিয়াস কমল রচনারাশি

ইলিয়াস কমল
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you