সিনেমার চিরকুট ২৪

সিনেমার চিরকুট ২৪

শেয়ার করুন:

লাভলেস। আগে একবার দেখছিলাম। ভালো লাগছিল। দ্বিতীয়বার দেখব বলে ভাবিনি। আজ আবার দেখতে শুরু করার পর আর মনে ছিল না যে দেখছি। তাই আবার দেখা হলো। একই রকম ভালো লাগল।

বেশি বাণিজ্যিক সিনেমা যেসব ইন্ডাস্ট্রিতে থাকে ওইসব অঞ্চলের বাইরের ছবি দেখলে আলাদা শান্তি এমনিতেই আসে। যেমন হলিউড, বলিউডের বাইরের ছবি। হলিউড বলিউডে যারা স্বাধীন ধারার নির্মাতা তাদের ছবিতেও চারপাশের ছবির প্রভাবের সুযোগ থাকে।

তবে এই ধরনের ইন্ডাস্ট্রি, যেটা একদম ফর্মুলা ম্যুভির আখড়া না, সেখানকার ছবিতে ওইসব প্রভাব কম থাকে। এইটা সিনেমার দর্শকের জন্য আরামের। সিনেমারও স্বকীয় রূপ আবিষ্কারের পেছনে এর গুরুত্বপূর্ণ অবদান আছে।

ইলিয়াস কমল ১৮ নভেম্বর ২০২০


সিনেমার চিরকুট প্রবাহ
গানপার ম্যুভিরিভিয়্যু

ইলিয়াস কমল
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you