সিনেমার চিরকুট ২৫

সিনেমার চিরকুট ২৫

শেয়ার করুন:

এই ছবি দেখিলে জানিতে পারিবেন কেন নোয়াখালী বিভাগ হয়নি!
এই ছবি দেখিলে জানিতে পারিবেন কেন নোয়াখালী বিভাগ হবে না!

এই ছবি দেখলে এইগুলো জানতে পারবেন কি না আমি নিশ্চিত না, তবে নোয়াখালী নামের জেলাটা যে কেবল বিভাগ চায় স্বাধীন দেশ চায় না এইটার জন্য কি লাগে তা বুঝতে পারবেন মনে হয়। সে যাক, ছবিটা ভালো লেগেছে। খুব ক্ল্যাসিক ধারার ছবি না এইটা। কিন্তু ভালো লাগার মতো।

১৯৬৮ সালে ইটালির এক ভদ্রলোক জর্জিয়ো রোজা সমুদ্রের আন্তর্জাতিক সীমানায় একটা দ্বীপ তৈরি করে। এরপর সে আর তার কয়েকজন বন্ধু মিলে এইটারে একটা স্বাধীন দ্বীপ হিসেবে ঘোষণা করে। জাতিসংঘে আবেদন করে সদস্যপদের জন্য। চার হাজার বর্গফুটের দ্বীপের নাগরিক হবার জন্য বিভিন্ন দেশ থেকে প্রচুর আবেদনও করেছিলো মানুষ।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় স্বাধীন একটা আয়ল্যান্ড!

পুরোপুরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটা ইটালিয়ান ভাষায়। নেটফ্লিক্সে ইংরেজি সংলাপেও (ডাবিং) আছে, তবে তা মজার না। আমি অবশ্য ডাউনলোড করেই দেখছি।

জর্জিয়া রোজা মারা গেছে ২০১৭ সালে। তখন এই সিনেমার প্রস্তুতি চলছিল। সিনেমার সাথে সংশ্লিষ্টদের আগাম শুভেচ্ছা জানিয়েছিল পাগলাটে ওই ইঞ্জিনিয়ার।

ইলিয়াস কমল ১০ ডিসেম্বর ২০২০


সিনেমার চিরকুট প্রবাহ
গানপার ম্যুভিরিভিয়্যু

ইলিয়াস কমল
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you