পল থমাস অ্যান্ডার্সন, অ্যামেরিকান নির্মাতাদের মধ্যে বড় নামগুলোর একটা। কিন্তু আমি ‘দেয়ার উইল বি ব্লাড’ ছাড়া আর কিছু আগে দেখিনি। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারের ট্রেলার আসার পর আমি সিদ্ধান্ত নিছিলাম এই সিনেমা হলে গিয়ে দেখবো। গত সপ্তাহে একদিন ভুল টাইমিং করে হলে গিয়ে ঘুরে আসছি। এই সপ্তাহে মানে আজকের হিসেবে মঙ্গলবারে এই ভুল করিনি। যখন সিনেমার টিকিট করি, তখন হলের দর্শক মাত্র আমরা দুইজন। ধীরে ধীরে সিনেমা শুরু হওয়ার পর পর্যন্ত তা পনেরোজনে গিয়ে দাঁড়ায়। বসুন্ধরা সিটির মার্কেট বন্ধ থাকার দিনে সিনেমা দেখার এই একটা মজা। আজাইরা দর্শক নাই। এইসব দিনে যারা সিনেমা দেখতে যায়, হয় তারা সিনেমাই দেখবে নইলে তারা ওই চিপায় গিয়ে নিজেদেরই চেখে দেখবে। আজকেও এমন পাইছি। প্যারা নাই তাদের নিয়ে, জাহান্নামে যাক। আমি প্রায় তিন ঘন্টার সিনেমা ব্যাপক মজা করে দেখছি। আর এনজয়ও করছি। ভাই এত মজার ক্যারেক্টার!!! জোস জোস। বাংলাদেশের সিনেমাদর্শকরা আদতে ওই এখনও ইউটিউব বা নেটে আসারই। হলের দর্শক এখনও হয়ে ওঠেনি। আর হবেও না অবশ্য। না হোক, সিনেমাটা দারুণ। বড় পর্দায় দেখতে মজা আছে!
ইলিয়াস কমল ০৮ অক্টোবর ২০২৫
সিনেমার চিরকুট প্রবাহ
গানপার ম্যুভিরিভিয়্যু
- সিনেমার চিরকুট ২৭ - October 19, 2025
- বাংলাদেশের সিনেমা নিয়া আমি লিখতে আগ্রহী || ইলিয়াস কমল - October 1, 2025
- সিনেমার চিরকুট ২৬ - September 24, 2025
COMMENTS