পোয়েজি নির্বাচিতা (২)

পোয়েজি নির্বাচিতা (২)

ফোটোশ্যুট ব্যাপারটা বিরক্তিকর লাগলেও শ্যুটের সময় ভাবি যে এইটা আমার এঞ্জয় করা দরকার কেননা আমার কাজের ভালোর জন্যে এইটা আবশ্যক। আমি যে অভিনয় করি সেই অভিনয়েরই একটা অংশ এইটা।

খ্যাতির কথা যদি ওঠান তাইলে বলব যে এমনিতেই আমি ভীষণ সুবিধাজনক অবস্থায় আছি। কিছুই তাড়াহুড়া নাই আমার। আমি একটা স্বাভাবিক নর্ম্যাল লাইফ লিড করি।

জীবনভর আমি জিন্সই পরে গেলাম। স্পষ্ট মনে আছে আমার জীবনে প্রথম কেনা ডেনিমটার কথা, কারণ আমার আম্মা আমারে সবসময় কিউট সব মেয়েদের এক্সপেন্সিভ কাপড়চোপড় কিনে দিতেন আমার ছোটবেলায়, আমি জিন্স পরতে মুখিয়েই ছিলাম যদিও।

আমার মনে হয় ডেনিম হচ্ছে সেই কাপড় যা পরতে সকলেই পছন্দ করে, পইরা আরাম পায়। আমার বেলায় ডেনিম তো বলা যায় ইউনিফর্মই, রিয়্যালি।

সবসময় নিজেরে আমি ভীষণ ভাগ্যবান মনে করি যে এমন একটা সোসাইটিতে আমার জন্ম হয়েছে যে-সোসাইটি নারীদেরে নারী হইতে দেয়। এইটাই সবচেয়ে বড় লড়াই নারীদের যে তারা যা হইতে চাইছে তা যেন তারা হতে পারে, যেভাবে জীবনটা তারা যাপন করতে চাইছে সেভাবেই যেন তারা তা যাপন করতে পারে।

চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ

… …

বিদিতা গোমেজ

আগের পোষ্ট

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you