এই ধরনের কমার্শিয়াল ছবি আমি নিয়মিত দেখি, কারণ এইগুলো কিছু মিথ্যা বলে না। তবে কিছু ট্রিক্স খাটায়। মিথ্যা না বলার বিষয়টা বলি। যেমন এই সিনেমা বলে না অমুক তমুক এই সিনেমারে সেরা বলছে। এই জিনিস বলার দরকারই পড়ে না তার। সে ছবিতে কি আছে এইটার লোভ লাগায়েই দর্শক টানে। এই ছবিতে যা আছে বা যা রাখছে তার ওপরই সে নজর দেয় সর্বোচ্চ। এই জন্যই সিনেমায় গান রাখে (প্রয়োজনে কখনো আইটেম গানও), মারামারি রাখে।
এইসব তো এই সিনেমায় ছিলই। সাথে সবচেয়ে বড় যেইটা আছে সেইটা হইলো চিটকোড। যারা ভিডিও গেইম খেলেন তারা বুঝে গেছেন চিটকোড বিষয়ে। এই সিনেমায়ও রোহিত শেঠির এই চিটকোডই সবচেয়ে বড় কমার্শিয়াল পলিসি। এই পলিসিই তো সিনেমার জন্য দর্শক টানে। কথা ঠিকাছে?
Latest posts by ইলিয়াস কমল (see all)
- সিনেমার চিরকুট ২৭ - October 19, 2025
- বাংলাদেশের সিনেমা নিয়া আমি লিখতে আগ্রহী || ইলিয়াস কমল - October 1, 2025
- সিনেমার চিরকুট ২৬ - September 24, 2025

COMMENTS