আজ মাগদালেনা কারমেন ফ্রিদার জন্মদিন। মৃত্যুও হয়েছিল জুলাই মাসের ১৩ তারিখ। আমার আজন্ম অভিমানী ফ্রিদা কাহলো। বেদনার সিনোনিমাস ফ্রিদা দিয়েগা রিভেইরা। দ্য ব্রোকেন কলাম, আউন্ডেড ডিয়ার, সেল্ফ পোর্টেট উইথ থর্ন্ নেকলেস অ্যান্ড হামিং বার্ড-এর ফ্রিদা।
ফ্রিদার প্রায় সকল কাজেই যন্ত্রণা আর সুখের প্রত্যাশা একসাথে ফুটে উঠেছে। ফ্রিদা চাইছেন সুখী হতে কিন্তু পড়ে আছেন সীমাহীন যন্ত্রণার মাঝে — এই দ্বৈত অনুভূতিচিত্রণ তাকে শিল্পের অমরত্ব এনে দিয়েছে।
বাসদুর্ঘটনায় শরীরে ৩৭টা অপারেশন করে মেরুদণ্ড ফিক্স করিয়েছিলেন। দ্য ব্রোকেন কলাম সেটারই রিপ্রেজেন্টেশন। সারাজীবন সেই যন্ত্রণা নিয়ে বিছনায় শুয়ে-শুয়েই এঁকেছেন নিজের অভিমান আর ভালোবাসাকে।
মেহিকান ফ্রিদা আমার ভালোবাসার আরেক নাম। যৌনতার অতৃপ্তি, মাতৃত্বের অভাব আর দুর্ঘটনার ভেতরেই কেটে গেছে ফ্রিদার এক-তৃতীয়াংশ জীবন। তবুও তিনি স্বতন্ত্র ও অনন্য ছিলেন সকল শিল্পচর্চায়।
মনেপ্রাণে ছিলেন শোষণমুক্তির রাজনীতির অনুরাগী। দুঃখ আর দুর্ঘটনা নিজের জীবনের নিয়তি হলেও রঙ আর তুলি দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন জীবনবোধের অপূর্ব আত্মপ্রতিকৃতির নান্দনিকতা। নারীত্বের গভীরতম দুঃখবোধ এঁকেছেন পরম মমতা দিয়ে।
আমি আজীবন কিছু মানুষকে হৃদয়ে পুষে যেতে চাই, যারা আমারে সবসময় বেদনার উপশম দিয়ে যাবে। ফ্রিদা তাদের একজন। আজ ফ্রিদার জন্মদিন। ভালোবাসা প্রিয় ফ্রিদা কাহলো।
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS