বিগত ৩৪ বছরের ধারাবাহিক আয়োজনে এবারই প্রথম ধামাইল প্রতিযোগ-এর আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগ ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শনিবার সন্ধ্যা সাড়ে-সাতটায় শ্রীশ্রীবলরাম জিউর আখড়া, মীরাবাজার, সিলেটে অনুষ্ঠিত হবে। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, আগামী বুধবারের মধ্যে ন্যূনতম ৭ জনের একটি দল গঠনপূর্বক সকলের নাম সহ তালিকাভুক্তির অনুরোধ রইল। আয়োজকেরা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন।
ধামাইল হাওরাঞ্চলের নারীদের সরল নৃত্যগীত। একসাথে আনন্দ, দুঃখ-বেদনা যাপনের নৃত্যগীত। শুধু নৃত্যে বা শুধু গীতে কর্মক্ষম অধিকাংশ মানুষ স্থিত হতে পারেনি। নৃত্যগীতের সাবলীলতা তারা গায়ে মেখে অধিক আনন্দে উপনীত। গীত-সংগীতে তাই সঙ্গ, সঙ্গত, সংঘের গুরুত্ব অপরিসীম। ফেরা জরুরি সেইসব দলীয় নির্মল আনন্দে।
প্রতিযোগিতা ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। উন্নাসিক, বেপরোয়া, তাড়াহুড়ার মতো অসংবেদন ব্যাপারই অধিক মাত্রায় ঘটে। পশ্চাতে অস্থির, সময় না দেয়া, না-মানার প্রবণতাই বড় করে ধরা পড়ে।

কাজেই কেউ প্রতিযোগিতা আয়োজন করে ডাকলে সরাসরি আসতে পারব না বলতে পারলেই ভালো লাগে। কিন্তু সবাইকে মুখ ফুটে কড়া কথা বলতে পারি না। এমনটা তো হতে পারে যে প্রতিযোগিতাই, তবু প্রতিযোগিতা না। একসাথে একটা বিষয়ে নির্দিষ্ট সময়কে আনন্দ, যাপন করার মধ্য দিয়ে আমরা তার একটা হিতকর পরিস্থিতির দিকে ধাবিত হলাম। অনেকেই দেখেছি এইসব বিচারিক প্রক্রিয়া, অস্থিতিশীলতা, ব্যবস্থাপনাকে এক ধরনের অবিশ্বাস করেন। না করার যুক্তিও আছে। তাই আরও সহজ, সাবলীল হওয়ার নিরন্তর প্রচেষ্টা সামনে আসুক এমনটি চাওয়া।
যা-ই হোক, যে-প্রসঙ্গে এই কথার অবতারণা সেটি হলো, দীর্ঘদিন যাবৎ `মহালয়া উদযাপন পরিষদ, শ্রীহট্ট’ কর্তৃক সিলেটে কয়েকদিনব্যাপী মহালয়া উদযাপন করা হয়। এই আয়োজনটি দেশ এবং বহির্বিশ্বে বিরল। এবারও রয়েছে চারদিনব্যাপী আয়োজন।
১৮-২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. ৪ দিনের এই বর্ণিল আয়োজনে সকলের সাদর আমন্ত্রণ রইল। আর যারা নির্দিষ্ট ধামাইল প্রতিযোগে অংশগ্রহণ করতে আগ্রহী তারা অবশ্যই বুধবারের মধ্যে দল ও সদস্যের নাম নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানতে ০১৭৩০৩৩৯৯৯২, ০১৯১১১৭৮৩৫০ নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল।
বিমান তালুকদার ১১ সেপ্টেম্বর ২০২৫ *ব্যানারে ব্যবহৃত ছবির শিল্পী সজলকান্তি সরকার
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025
- শাহজালাল শাহপরান গ্রামবাঙলায় গাজির গান || তুহিন কান্তি দাস - November 22, 2025
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025

COMMENTS