শারদীয়ার ধুনুচি নাচের মাহাত্ম্য অনেক। উল্লেখযোগ্য কয়েকটা মাহাত্ম্য বর্ণনা করব সংক্ষেপে।
দেবীর আরাধনা : ধুনুচিতে জ্বলন্ত কয়লা, ধূপকাঠি দিয়ে ধোঁয়া তৈরি করা হয়। বিশ্বাস করা হয়, এই ধোঁয়া দেবী দুর্গাকে সন্তুষ্ট করে এবং পরিবেশকে পবিত্র করে।
অশুভ শক্তি দূরীকরণ : পুজোয় ধূপ ও ধুনোর ধোঁয়া নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির বিস্তার ঘটায়।
ধুনুচির উৎপত্তি : ধুনুচি মূলত মাটির তৈরি এক ধরনের পাত্র, যাতে জ্বলন্ত নারকেলের ছোবড়া বা কয়লার উপর ধূপ জ্বালানো হয়। প্রাচীনকাল থেকেই পুজোয় পরিবেশ শুদ্ধি ও দেবতার আরাধনার জন্য এর ব্যবহার চলে আসছে।

উৎসবের আনন্দ : ধুনুচি নাচ দুর্গাপুজোর আনন্দকে বহু গুণে বাড়িয়ে তোলে। ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও ধুনুচির ধোঁয়া মিলে এক মোহময় পরিবেশ তৈরি হয়।
সামাজিক বন্ধন : এই নাচে নারী-পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেয়। এ যেন এক সামাজিক মিলনমেলা।
ঐতিহ্য রক্ষা : বাংলার লোকসংস্কৃতির একটি বিশেষ প্রতীক হলো ধুনুচি নাচ। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এই ঐতিহ্য। ঢাকের তালের সঙ্গে ছন্দ মিলিয়ে নাচ—এ যেন বাঙালির কাছে এক অনন্য মাত্রা বহন করে।
পীযূষ কুরী রচনারাশি
- শারদীয়ার ধুনুচি নাচ || পীযূষ কুরী - September 22, 2025
- প্রথম জন্মাষ্টমী || পীযূষ কুরী - September 1, 2018
- তিন মুসাফির বিলেতের মঞ্চে : জয়, শ্রীকান্ত, শ্রীজাত || পীযূষ কুরী - March 28, 2018

COMMENTS