২০০৭-এ ফেসবুক ব্যবহার শুরু করলেও ব্লগ ব্যবহার শুরু বোধহয় করছিলাম ’০৮-এ। আর আশিকের সাথেও ’০৭ সাল থেকেই বন্ধুত্ব। কিন্তু সে অনলাইনে মানে ব্লগে আমারও আগে থেকেই অ্যাক্টিভ ছিল। আমার কম্পিউটার ছিল না, এমনকি ছিল না চাইনিজ স্মার্টফোন কেনারও ক্ষমতা। তাই মাসে দুই/একবার সাইবার ক্যাফেতে গিয়া ও পরে কলেজের লাইব্রেরিতে আফজালস্যারের রুমে ইন্টারনেট সুবিধা পাওয়ায় ইন্টারনেট ব্যবহারে নিয়মিত হই।
ওই সময় আশিকের সাথে নির্ঝরদার রীতিমতো খাতির জমে গেছে। ব্লগে আমি তার লেখা পড়লাম। এতটা টানে নাই। তো আশিকের সূত্রে উনার সাথে পরিচিত হইলাম। ঢাকায় আসার পর কিছুটা সখ্যও বাড়লো। সবচেয়ে বেশি যেইটা ওই সময় তার কাছ থেকে পাওয়া গেল, তা হইলো কমফোর্টনেস। যে-কোনো বিষয়ে তর্ক হইলেও এই লোকের সাথে এই স্বচ্ছন্দের জায়গা ফুরায় না। আর ২০১০-এর পর তার সাথে সখ্য বাড়ার পর যেইটা হইলো যে দেখা গেল তিনি যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় ছিলেন তার আমলে (ছেলেদের চেয়ে মেয়েদের কাছে বেশি জনপ্রিয়। তখনও বোধকরি তা-ই ছিলেন, এখনও আছেন)। এই জনপ্রিয়তার বদৌলতেই হোক আর সমবয়েসী হবার ফলে তার পরবর্তী জেনারেশনের সার্কেলটার সাথেও আমার সখ্য হইলো। এবং দেখা গেল এই নির্ঝরদার রেফারেন্সকে মূল ধরে এত মানুষের সাথে পরিচয় ও বন্ধুত্ব হইছে যেন তিনি আসলে বন্ধুত্বের বীজ বুনে দেয়ার এক আপাদমস্তক কৃষক।
সে-যাউজ্ঞা, নির্ঝরদা হইলেন আমাদের অনেকের দাদা। আদি ও অকৃত্রিম কমফোর্টনেসের জায়গা। এই লোক নাকি চালশে হয়ে গেছেন! কে বলে! বিশ্বাসই হয় না! বাই দ্যা রাস্তা, এইসব জন্মদিন পারপাস লেখা লিখতে ভাল্লাগে না দাদা। কিন্তু আপনারে ভাল্লাগে তো, তাই লিখলাম আর কি।
পুনশ্চ, কোনো-এক মেলায় আশিকের তোলা (আমার সঙ্গে) এই ছবির মতো তিনিই সবসময় ফোকাস কেড়ে নেন। শুভ জন্মদিন দাদা। ভালো হয়ে যান।
২৪ অগাস্ট ২০২১
*ব্যানারে ব্যবহৃত প্রতিকৃতির চিত্রী কৌশিক সরকার
*ছবিতে কবি ও চিত্রশিল্পী নির্ঝর নৈঃশব্দ্যের সঙ্গে লেখক, যে-ছবিটি ঘিরে আবর্তিত এই স্মৃতিগদ্য
ইলিয়াস কমল রচনারাশি
সিনেমার চিরকুট প্রবাহ
- সিনেমার চিরকুট ১৭ - April 19, 2025
- ইয়োসা অবিচুয়ারি || ইলিয়াস কমল - April 18, 2025
- কমপ্লিট আননোন নয় আমেরিকান সিনেমাফিলোসোফি || ইলিয়াস কমল - April 1, 2025
COMMENTS