নক্ষত্রগুহা আর্টখানা আয়োজনায় ‘প্রাগভবিষ্যের পদাবলি’ শীর্ষক স্বনির্বাচিত সত্যজিৎ রাজন দ্বিতীয় একক চিত্রপ্রদর্শন ২০২৫ সেপ্টেম্বরের পাঁচ তারিখ শুক্রবারদিন শুরু হতে যাচ্ছে, এই বিজ্ঞপ্তিটি আয়োজক নক্ষত্রগুহা আর্টখানার ছাপানো সচিত্র আমন্ত্রণপত্রের বরাতে পাওয়া। গাঙের উত্তরে, একেবারে সুরমা গাঙের পারে, কিনব্রিজসংলগ্ন সুরমা মার্কেটে, নক্ষত্রগুহা আর্টখানাটাই শিল্পপ্রদর্শনস্থল হিশেবে বেছে নেয়া হয়েছে। পাঁচ তারিখে শুরু হওয়া প্রদর্শনী উনিশ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিনের প্রদর্শনসময় বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।
সত্যজিৎ রাজন গত দুই দশক ধরে পেশাজীবী চিত্রশিল্পী হিশেবে দেশে এবং দেশের বাইরেকার আর্ট অ্যারিনায় ফ্যামিলিয়ার। ব্যবসায় ব্যবস্থাপনায় সম্মান সমেত স্নাতক সত্যজিৎ রাজন ক্যারিয়ার হিশেবে বেছে নিয়েছেন পেইন্টিং। প্রথম একক চিত্রপ্রদর্শনী হয়েছিল সপ্তাহব্যাপী, জয়নুল গ্যালারিতে, ঢাকায়, খ্রিস্টাব্দ ২০১৬ অক্টোবরে। সেই চিত্রপ্রদর্শনীটি ছিল ‘নক্ষত্রগুহা ও ছায়াপথের ত্বক’ শিরোনামে, ছোট বড় মাঝারি মিলিয়ে অর্ধশত ছবির সমাহারে, এর ইংরেজি টাইটেলটি ছিল ‘স্টারকেইভ অ্যান্ড দ্য গ্যালাক্টিক স্কিন্স’। এইবারকার প্রদর্শনীটিও যথা(প্রায়)রীতি দ্বিনামিক, ইংলিশে ‘দ্য ক্রনিকলস্ ফোরটোল্ড’, বাংলায় ‘প্রাগভবিষ্যের পদাবলি’।

প্রায় এক দশকের মাথায় দ্বিতীয় একক প্রদর্শনী প্রাক্কালে শিল্পীর সঙ্গে আলাপকালে জানা যায়, আগের একক থেকে এটি পৃথক ধাঁচের প্রদর্শনী হতে যাচ্ছে। আগেরটি ছিল বহিরাগত কিউরেটর কর্তৃক পরিকল্পিত, আর এটি শিল্পীর স্বনির্বাচিত। এবারে প্রদর্শনের জন্য ছবি বাছাই করা হয়েছে ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত দশকদীর্ঘ পরিসরে আঁকা মাঝারি আকারের ক্যানভ্যাসগুলি থেকে। এই প্রদর্শনীর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি চেম্বার এক্সিবিশন, যা গ্যালারি এক্সিবিশন থেকে আলাদা ও স্বনির্ভর শিল্পীদের জন্য সম্ভাবনাময়। তেল, জল, অ্যাক্রিলিক ও মিশ্র সহ প্রায় পঁয়ত্রিশ বা তারচে একটু কমবেশ ছবি নিয়ে প্রদর্শনীটি বয়সবিধি নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত হতে চলেছে সেপ্টেম্বর পাঁচ তারিখে। এর সমাপনী দিন ধার্য করা হয়েছে উনিশ সেপ্টেম্বর।
পক্ষকালব্যাপী সিলেটের কিনব্রিজলগ্ন পুরানা মার্কেটপ্লেইস সুরমা মার্কেটের দ্বিতীয় ভবনসারির দ্বিতলে এক্সিবিশন প্রতিদিন বেলা তিন থেকে রাত নয় পর্যন্ত খোলা থাকছে। আয়োজক নক্ষত্রগুহা আর্টখানার তরফ থেকে নগরীর ও দেশবিদেশের শিল্পসমুজদারদের প্রদর্শনী ভিজিটে উদাত্ত আমন্ত্রণ জানানো হয়েছে।
ডেস্ক গানপার ০৩ সেপ্টেম্বর ২০২৫
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025
- শাহজালাল শাহপরান গ্রামবাঙলায় গাজির গান || তুহিন কান্তি দাস - November 22, 2025
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025

COMMENTS