আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর

আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর

শেয়ার করুন:

আমাদের পায়ে শিকল, তবু আজকে হাঁটব আমরা গোটা শহর, বন্ধু, পা চালাও


শহর ফুঁড়ে বের হয়ে আসা একটা হাঙ্গামা
ওরা আগুনকেই মানে একমাত্র বিচার

শাসক আর ক্ষমতাধর এখন যারা
ওরা আসলে সম্ভবত
পিঁপড়ার ডিমের পাইকার
ওরা, দেখ, কিচ্ছু করবে না
চুপচাপ গোলটেবিল-চেয়ার হয়ে তাকায় থাকবে
বড়জোর আমাদের নাম ধাম লিখে রাখতে পারে
ওরা আর কিচ্ছু করবে না,
করতে চায় কি না
এই প্রশ্নে কেউ আর হাসেও না এখন!

এখন এমন এক সময়
কান্নার নহর বনে যাওয়া চোখ,
বুক উজাড় করে পেতে দেয়া, বিলিয়ে দেয়া,
শহিদ হয়ে যাওয়া প্রাণ
কিছুই আর যথেষ্ট না

যে প্রেমের পাওনা শুধু
কবরের নীরবতা
কিংবা
যে প্রেমে কলঙ্কই একমাত্র কামাই
সেই গোপন আক্ষেপগুলিও আজ আর যথেষ্ট কিছু না

বন্ধু, আমাদের এই পা জোড়া
দুর্দশা আর যন্ত্রণার শিকল দিয়ে যতই বাঁধা থাক
এই শিকলে জড়ানো পা দুটি নিয়েই
আমরা আজ শহরের সমস্ত ভিড়, রাজপথ,
গমগমে বাজারঘাট যা-ই সামনে পড়ুক
হেঁটে বেড়াব
বন্ধু পা চালাও

বন্ধু পা চালাও, আমাদের হাতের তালুভর্তি
ফুর্তি আর মোনাজাত আজকে
হাততালি দিতে দিতে
শেকলের তালে তালে
উৎসব করতে করতে আজকে হাঁটব আমরা

আমাদের গায়ে মাখা ধুলা আর জামায় রক্তের দাগ
বন্ধু, চল আগাই
শহরের সবগুলি চোখ যেন আকুল হয়ে তাকায় আছে আমাদের জন্য আজকে
বন্ধু, পা চালাও

বুকের খাদ থেকে টগবগে রাগগুলি
উজানের ঢেউয়ে ঢেউয়ে তুলে আনে
গালির পাথর,
আমাদের আর কিই বা বলার আছে, বল?
অভিযোগ আর দীর্ঘশ্বাস ঘষেঘষে
শান দেয়া তিরগুলির কথা যদি মনে করতে পারো তো বল
এগুলিই আমাদের একে অপরের জন্য
সাদর সম্ভাষণ,
পাথর ছুঁড়েই সবাই সবাইকে অভিবাদন জানায় এখন দেশে।

যে সকালগুলি ব্যর্থতার,
যে দিনগুলো পরাজয়ের
ওরা ত নিজেরাই নিজেদের কোলেপিঠে আগলে রাখে, মানুষ করে নিজেদের, একাই, তাই না?

আমাদের
পায়ে শিকল, তবু আজকে হাঁটব আমরা
গোটা শহর,
বন্ধু, পা চালাও।

হে আহত হৃদয়
হৃদয়ের বোঝা বেঁধে নাও
এই পোড়া দেশে, এই মনোহর নেক্রোপলিসে
এখনও পবিত্র আর কি আছে, বল?

শিকার কি পছন্দ করতে পারে
তার প্রিয়তমা শিকারী কে হবে

এ বড় নিঠুর সময়
এ বিরাট সৌভাগ্যেরও সময়
হত্যাকারীর হাতে যোগ্যতম নিশানা এখন
আমরা সবাই

তো
বন্ধু, চল পা বাড়াই
আরেকবার খুন হতে
আমাদের আর কি অসুবিধা?

আজ বাজার মে পা-বা-জৌলন চল
মূল / ফয়েজ আহমেদ ফয়েজ ।। বাংলা / নাফিস সবুর


গানপারে নাফিস সবুর

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you