এল্ কোহেনের বিখ্যাত ব্লু রেইনকোট ও আমার বিস্মৃতি  || মিরাজ আহম্মদ

এল্ কোহেনের বিখ্যাত ব্লু রেইনকোট ও আমার বিস্মৃতি  || মিরাজ আহম্মদ

বিষাদের প্রেমে জড়িয়ে গেছে ফেইমাস্ ব্লু রেইনকোট। এল্ কোহেনের এই গানটি কোনোভাবেই এড়িয়ে চলতে পারি না। মাথার ভিতর প্রচণ্ড আঘাত নিয়ে আসে এই গান এবং খুবই ব্যক্তিগত আরেকজনের স্মৃতি। ঠিক যেন বাস্তব জীবনের সাথে মিশে গেছে সেই একজনের উপস্থিতি এবং অনুপস্থিতি। এরই সঙ্গে জড়িয়ে আছে এল্ কোহেনের ফেইমাস ব্লু রেইনকোট।

Ah, the last time we saw you
You looked so much older
Your famous blue raincoat
Was torn at the shoulder

You’d been to the station
to meet every train
and you came home
Without Lili Marlene

শেষবার আমরা যখন তোমায় দেখেছিলাম
সেই শেষবার — তোমার মুখে বৃদ্ধের ছাপ পড়েছিল
তখন কাঁধসংলগ্ন ছেঁড়া ছিল তোমার বিখ্যাত নীল রেনকোটটি
তুমি স্টেশনে ছিলে প্রতি ট্রেনের সাক্ষাৎ নেবার জন্য
কিন্তু তুমি বাসায় এসেছিলে লিলি ম্যারলিনকে ছাড়াই —

And you treated my woman
To a flake of your life
And when she came back
She was nobody’s wife

এবং তোমার জীবনের পরতে পরতে
তুমি অনেকটা আমার বধূর মতো
আর যখন সে ফিরে আসে
তখন সে কারোরেই স্ত্রী নয়

স্মৃতির অগোচরে পড়ে যাই — প্রতিটি লাইন যেন আমায় গভীর মগ্নতায় নিয়ে যায় — নিয়ে যায় তার কাছে, শেষ মুহূর্তের কাছে। চাইলেও আর যাকে ফিরে পাওয়া যাবে না। কিছু স্নিগ্ধ ফুল তার হাতে তুলে দিয়েছিলাম শেষবার। যদিও ফুলগুলোর মৃত্যু হয়েছে অনেক আগেই।

ট্রেনস্টেশনে বসে থাকা শুধু শুধু। আমাদের কোথাও যাবার কোনো উদ্দেশ্য ছিল না। ট্রেনস্টেশনে বসেই ছিলাম তবু, প্রতিটি ট্রেনের কম্পন ও প্রতিধ্বনি শোনার জন্য। হেডফোন শেয়ার করে পছন্দের গানগুলো শুনতেছিলাম তোমার সাথে। সেই জরাজীর্ণ পুরাতন রেলওয়ে। এরপরে আবার নতুন রেলওয়ে। সেই নিরুদ্দেশ্য বসে-থাকায় এল্ কোহেনের একটা গানও ছিল। তুমি কি আজও সেই গানটি শোনো?

প্রতিটি ট্রেনের সাক্ষাৎ হয় আগন্তুকের সাথে। তোমার সাথে আমার আর সাক্ষাৎ হয় না। যাত্রাবিরতিতে তুমি আজ বিপরীতমুখী।

There’s music on Khulna street  — মনে হয় এখনো সারা শহর জুড়ে সেই দিনের গানগুলো বাজতেছে — কবেকার স্মৃতিরা বিস্মৃতির পাতায় পাতায় —  all through the evening — গোধূলিসন্ধ্যার বিবর্ণনীল আকাশ — came by with a lock of your hair — যার অর্থ আমি আজও খুঁজে পাইনি — my brother or my killer বা আততায়ীর শরমে জেগে ওঠা প্রেম সম্পূর্ণ শেষ করে দেবার পরিকল্পনায় — Did you ever go clear?

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you