সিলেট থেকে মোহাম্মদ জায়েদ আলী পাঠালেন কবি ফজলুররহমান বাবুলের কবিতাসংগ্রহ। বইটা হাতে নেয়া মাত্র মন ভালো হয়ে গেল। পেপারব্যাকের ছাপাছাপি। মনে হচ্ছে যেন পেঙ্গুইন প্রকাশনীর বই উল্টাচ্ছি। কী নিখুঁত বাঁধাই এবং ছাপা!
নাগরী প্রকাশনী করেছে বইটা। এক কথায় দুর্দান্ত।
কবির একক কাব্যগ্রন্থের নামগুলোও সুন্দর। ‘দীর্ঘ ঘুমের পরে’, ‘তুমি তেমনই বৃক্ষ’, ‘জন্মতীর্থভূমি’ নামগুলোতেও কবির অনুধ্যান এবং মগ্নতার প্রতিচ্ছবিই স্পষ্ট।
কিন্তু এই কবিতাসংগ্রহের কোথাও লেখকের কোনো পরিচয় দেওয়া নেই। ছোট্ট একটা পরিচয় দরকার ছিল। প্রকাশক কেন কবিপরিচিতি দেননি, এটা তিনিই বলতে পারবেন।
নির্ঝর নৈঃশব্দ্যের প্রচ্ছদে এমন দুর্দান্ত গ্রন্থের জন্য কবি এবং প্রকাশককে ধন্যবাদ জানাই। মোহাম্মদ জায়েদ আলীভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।
আসুন কবির কয়েকটি পঙক্তি পাঠ করি :
দুঃখের ভিতর চাষ করি কিছু পরিপ্লুত ভালোবাসা…
যদিও অনন্তকাল খুলতে চাই না দুঃখের খাতা
তবু দুঃখ থাকুক…
দুঃখ আছে পথে পথে।
কবিতাসংগ্রহ। ফজলুররহমান বাবুল। প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য। প্রকাশক : নাগরী, বারুতখানা, সিলেট ৩১০০। প্রকাশকাল : এপ্রিল ২০২৫। মূল্য : ৪২০ টাকা
সরোজ মোস্তফা ০৭ মে ২০২৫
- ইউনুস আলীরা যতীন সরকারের কবি || সরোজ মোস্তফা - August 17, 2025
- কবিতার সাথে বিচরণ কবির সাথে বিচরণ - August 1, 2025
- গাঙডুবি : আবহমান জীবনের দৃষ্টি ও ধারণা - August 1, 2025
COMMENTS