ইউর ওয়াইফ লাভস ইউ! || ইমরুল হাসান

ইউর ওয়াইফ লাভস ইউ! || ইমরুল হাসান

আপনার বউ আপনারে ভালোবাসে, এতটাই যে আপনি অ্যাডাল্টারি কইরা ধরা খাওয়ার পরেও যদি প্রুফ করতে পারেন, একটা মোমেন্টেও (তবে অবশ্যই সেইটা পাব্লিকলি হইতে হবে, টিভি-রিয়ালিটিশোতে হইলে আরো ভালো) যে, আপনি তার লাইগা ফিল করেন; তাইলে শে আপনার লাইগা খুনও করতে পারে! তখন আপনার হয়তো একটু ডর লাগতে পারে, কিন্তু দ্যাটস লাইফ। ভুল যখন করছেন, ভয় তো একটু থাকতেই পারে লাইফে, তাই না?

বেন অ্যাফ্লেকের আগের ম্যুভি আরাগোটা আছিল ইরান নিয়া আম্রিকার টেনশনটা; যে, ইউর কান্ট্রি নিডস ইউ! হলিউডরে দরকার তখন আম্রিকার! এই বছরের ম্যুভি গন গার্লটারে বলা যায়, ইউর ওয়াইফ লাভস ইউ! আরাগোতে ফেইক জিনিশ কইরা, মিথ্যা কথা বইলা মানুষরে (যে মানুষ হইল সত্য) বাঁচাইতে হয়। গন গার্ল-এ সত্য গোপন কইরাই মানুষরে (যারে আপনি ভালোবাসেন, শে-ই হইল মানুষ আসলে) বাঁইচা থাকতে হয়। এর লাইগা যারে আপনি ভালোবাসেন না, তারে মাইরা ফেলাটা জায়েজ আছে। যেই মানুষের মনে ভালোবাসা নাই, মানে যারে আপনি ভালোবাসেন না, সে আবার মানুষ কেমনে হয়! কুত্তা-বিলাইও মানুষ হইতে পারে, আপনি ভালোবাসাতে পারলে! ক্রাইম ইনভেস্টিগেশনের ওরাও এইটাই দেখে।

হলিউড-এর হিউমারটাও দেখতে পারেন এইখানে, আর্ট লইয়া। বউটা যখন ডিসাইড করে যে, পুরান বয়ফ্রেন্ডরে খুন করবে তখন শে বলে, আরে কেউ কি আর তোমার মতো এইটিন সেঞ্চুরির আর্ট নিয়া কথা বলতে পারে! আমার জামাই ত খালি টিভির রানিং কমেন্ট্রি দেয়। পরে শে তার আর্টলাভার প্রেমিকের গলা ছুরি দিয়া কাটে চুদাচুদির সময়। পরে অবশ্য জামাইটা সন্দেহ করতে পারে শে যে প্রেগ্নেন্ট এইটা তার আর্টওলা প্রেমিকের কাজ। এই সন্দেহটাই আর্ট আসলে।

এখন সত্য আপনি অনুমান করতে পারেন, জানেন; কিন্তু প্রুফ করতে পারবেন না। আমাদের সোশ্যাল লাইফ হইল একটা প্যারানইয়া। টু বিকাম অ্যা প্যারানইয়া ইজ দ্য সলিউশন অফ আওয়ার সোশ্যাল ইশ্যুস … সোশ্যালটা আসলে কোনো সমস্যা না! আমরা যে আমরারে গোপন করতে পারি, এইটাই হইল মিনিং অফ দ্য সোশ্যাল।

হলিউড মনেহয় জিজেকের সাজেশনটারে প্র্যাক্টিক্যালিই নিয়া নিছে; যে, যখন আপনি ইন্টারেস্টিং হইতে পারেন, আপনি হ্যাপি কেন হইবেন!

Movie Title: Gone Girl ।। Genre: psychological thriller film ।। Directed by David Fincher ।। Starring: Ben AffleckRosamund PikeNeil Patrick Harris, and Tyler Perry ।। Running Time: 149 minutes ।। Producing Country & Language : America, English ।। Released in 2014

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you