(উৎসর্গ : সুপ্রিয় পূর্বসূরি হুমায়ুন আজাদকে)
সর্পশরীরে ভীষণ কৃষ্ণাঙ্গ হিমকাল
স্বতন্ত্র শোকার্ত আমাদের জবর শীতার্ত
করে সান্দ্রস্পর্শে আজকাল!
প্রাথমিক প্রথম পাঠ্য বইয়ের ঐসব
পাতায় পাতায় সাদাকালো শ্বাপদেরা
হুঙ্কারে কম্পিত করে,
ভেংচি কাটে বিপন্ন শৈশবে!
জড়িয়ে ধরতে এসে লজ্জায় কুঁকড়ে ওঠে
অভিসারিকা আমার, হৃৎপিণ্ডে
সিগারেট হাতে মগ্ন অন্য পুরুষ দেখে!
ঘুম যায় প্রগতির দেবতারা,
সামান্য মেঘলা দিনে রাষ্ট্রমগজের মাঝে
বড়ো যত্নে রাখা ঐশী বাণীর অমন
বর্ণময় গন্ধময় প্রভুময় পূজ্যমান অদৃশ্য পায়েতে।
আমাদের আততায়ী?
—আমরাই!
আমাদের শীর্ণ ভবিষ্যৎ?
—আমরাই!
আমরা শুনতেই পারছি না
আজাদ আজাদ শব্দে মাত করে দিচ্ছে
কোনো এক বারান্দার চালে শিসভোলা একটি দোয়েল!
আমরা তো জানিই না দু’টাকার নোট থেকে
বের হয়ে আসা এই আচানক কৃষ্ণবর্ণ
দোয়েলের নাম—বাংলাদেশ
জয়দেব কর রচনারাশি
গানপারে হুমায়ুন আজাদ
Latest posts by জয়দেব কর (see all)
- বাইশে অক্টোবর || জয়দেব কর - October 22, 2025
- ধরিত্রীর নিকট প্রেমের চিঠি-৩ / ধরিত্রীমায়ের বুকে কোমলভাবে হাঁটা || তিক নাত হান || ভাষান্তর : জয়দেব কর - October 14, 2025
- ধরিত্রীর নিকট প্রেমের চিঠি-২ / তোমার বিস্ময়, সৌন্দর্য ও সৃজনশীলতা || তিক নাত হান || ভাষান্তর : জয়দেব কর - October 9, 2025

COMMENTS