রোহিত শেঠি যে-ধারার ফিল্মম্যাকার, তার কাছে যুক্তি চাওয়াই বরং ভুল। হ্যাঁ, সেই ধরনের যৌক্তিক আচরণ আমার প্রত্যাশা থাকে না এই ধারার নির্মাতাদের কাছ থেকে। কিন্তু সেটা যখন সিনেমা না হয়ে সিরিজ হয়, তখন আর যা-ই হোক, গল্পের বুননটা হওয়া চাই ঠাসবুনট। ভারতের অনেক আঞ্চলিক ভাষার সিরিজও এরচেয়ে হাজারগুণে ঠাসবুনটে নির্মিত। যা-ই হোক, এই সিরিজ দিয়ে রোহিত শেঠিকে টাটা বাইবাই বলে দেওয়া গেল। তার কোনও কিছু আর না দেখলেও চলবে।
পার্সোনাল রেটিং ২/৫
Latest posts by গানপার (see all)
- আব্বাসউদ্দীন আল মাহমুদ - January 7, 2026
- ছবিলেখকের মিত্রকলা - January 6, 2026
- পরিভ্রমণের প্রেরণাবাহিত কবিতা - January 6, 2026

COMMENTS