মোরাথ অ্যান্ড মিলার 

মোরাথ অ্যান্ড মিলার 

প্রাসঙ্গিক পূর্বপাঠ  / বোরখাওয়ালি

আলোকচিত্রশিল্পী ইনজে মোরাথ। যতদূর জানি মেরিলিন মনরোর সঙ্গে বিচ্ছেদের পর আর্থার মিলার তারে বিবাহ করেন। মিলারের এইটা তৃতীয় বিবাহ ছিল এবং সম্পর্কটি শেষতক টিকে ছিল। মোরাথ সম্ভবত মিলারের আগে দেহ রাখেন। মনরোর সঙ্গে কিন্তু তাঁর সখ্য বজায় ছিল।


ও হ্যাঁ, মিলারের কথায় ইরানি ছবি The Salesmanর কথা মনে পড়ল। বছর পাঁচ আগে রিলিজ করেছিল। মিলারের ডেথ অফ এ সেলসম্যান  এই ছবির কাহিনিপটে জায়গা করে নিয়াছিল। ছবির মূল কাাহিনির সঙ্গে সেলসম্যানের জাক্সটাপোজিশন দেখতে বেশ লেগেছিল। ছবিখানা কান ও অস্কার  দুটাই জিতেছিল। ইরানি সিনেমার শক্তিটা আসগর ফরহাদির এই ছবিটা দেখলে আবার টের পাওয়া যায়। আমেরিকার সঙ্গে ইরানের চলমান কোনো-এক ঝামেলার প্রতিবাদে ফরহাদি অবশ্য অস্কার নিতে মার্কিন দেশে হাজির হন নাই। না-হওয়ার কারণটা সাক্ষাৎকারে ক্লিয়ার করেছিলেন। যদি দেখে না থাকেন ইউটিউবে ছবিটা দেখে নিয়েন। আশা করি ভালো লাগবে। বিশেষ করে শাহাব হোসেইনিতারানেহ আলীদোস্তির অভিনয়ের কারণেও ছবিটা দেখতে ভালো লাগে। শেহেরজাদ-ফরহাদ ইরানি সিরিয়ালের কল্যাণে দুজনে বাংলাদেশের টিভিদর্শকের কাছে বেশ পরিচিত।

— আ. মি.

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you