গুরুতে (গুরুচণ্ডালী ওয়েবম্যাগ) পুরনো কিছু পোস্ট পড়ছিলাম। দেখছিলাম, নজরুলের গান নিয়ে কথা হলেই তুলনা চলে আসে। রবীন্দ্রনাথের গানের সাথে। কথায়, গভীরতায় ধারেকাছে আসতে পারবে না, অনেকেই এসব বলেন। জানি না, সেজন্যেই নজরুলের জন্মদিন কবে যায় আসে টেরও পাওয়া যায় না। হয়তো একদিন নজরুলের গানের বুলবুলিও টুক করে একেবারে ঘুমিয়ে পড়বে, টেরই পাওয়া যাবে না।
কী জানি, মাঝেমধ্যে কিছু কিছু জিনিশের ব্যবচ্ছেদ করতে ভালো লাগে না। বিশেষ করে গানের কাটাছেঁড়া। আরো বিশেষ করে ভালোলাগা গানের। আরো আরো বিশেষ করে যে-গান গেয়ে ভালো লাগে, সেই গানের। নজরুলের গান ভালো-মন্দ জানি না, শুনতেও ভালো কি মন্দ লাগে সে-নিয়ে সাব্জেক্টিভিটির তর্কে ঢুকব না। খালি বলতে চাই গান গেয়ে যেমন ভালো লাগে, এমন ভালো খুব কম কিছু গেয়ে পেয়েছি। কিছু খেয়ালের বন্দিশ, ঠুম্রি আর একটা-দুটো ভজন, গজল, বরগীত বা ঐ অঙ্গের গান।
নজরুলের গানগুলো গেয়ে এত সুখ কেন? ঐসব জঁরের গান বলে কি? সুরের ঘোরাফেরায়, স্বর ছোঁয়ানোয় যথেচ্ছ স্বাধীনতা দেওয়া আছে বলে কি? গানের মেজাজে একটা অদ্ভুত প্যাশন আছে বলে কি, যার মধ্যে চটুলতা আছে, আছে আর্তিও?
শুনতে কেমন লাগে জানি না, কিন্তু ঘোরের মধ্যে লুপে পড়ে গেয়ে যাওয়া যায়।
একটা অমনই প্রিয় গান, যা গাইতে বড় সুখ হয়।
উচাটন মন ঘরে রয় না
উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর।।
ডাকে পথে বাঁকা তব নয়না
উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর
ত্যাজিয়া লোকলাজ সুখসাধ গৃহকাজ।।
নিজ গৃহে বনবাস সয় না
প্রিয়া মোর।।
উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর।।
লইয়া স্মৃতির লেখা
কত আর কাঁদি একা।।
ফুল গেলে কাঁটা কেন যায় না
প্রিয়া মোর।।
উচাটন মন ঘরে রয় না
প্রিয়া মোর
উচাটন মন ঘরে রয় না
সাউন্ডক্লাউডে লেখকের গলায় কাজী নজরুল ইসলামের এই গানটির রেন্ডিশন শুনে নেয়া যায় লেখাটা পাঠান্তে —
… …
- দিব্য ঘোড়াগুলি || ঈপ্সিতা পাল - August 14, 2018
- গাহি নজরুলের গান || ঈপ্সিতা পাল - May 28, 2018
COMMENTS