গতকাল বেশ রাত অব্দি গানের প্র্যাক্টিস করে বাড়ি ফিরছি। প্রতিদিনকার মতো মগবাজার মোড়ে রনিভাই আমাকে আর সৌরভকে নামিয়ে দিলো। সেখান থেকে সৌরভ চলে যায় তার মগবাজারের বাসায় আর আমি আবার একটা সিএনজিতে উঠে পড়ি।
এই মধ্যবর্তী সময়ে একজন রিকশাওয়ালা আমাকে বললো — ভাই, আবার একটা অ্যাক্সিডেন্ট হইছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? লোকটা ইস্কাটনের দিকে ইঙ্গিত করল হাত দিয়ে। তার কথা শুনে বুঝলাম এ-রকম ঘটনা খুব কাছাকাছি সময়ের মধ্যে আগেও ঘটেছে। আমি আর কথা বাড়াইনি, সিএনজিতে উঠে পড়েছি।
রাত বারোটার উপরে বাজে। বাসায় ফিরে একটা মোটরসাইকেল দুর্ঘটনার নিউজ দেখলাম। একই স্থানের উল্লেখ দেখে বুকটা কেঁপে উঠল। রাতে বউকে কেন জানি বিষয়টা শেয়ার করলাম। বলছিলাম কারা মারা গেছে নামটা খবরে দেখছি না। খারাপ লাগছে।
এখন ঘুম ভাঙা মাত্রই জানলাম সেই দুজনের একজন আরিফ। যার সাথে আমার কোভিড-উত্তর সময়ে পরিচয়। একটা অফিসিয়াল কাজে বেশ কবার মিটিং করেছি ওর সাথে। ওর রাজনৈতিক পরিচয়, ইউপিএল-এর কাজকর্ম সবকিছু মিলিয়ে অল্প সময়ে ওর প্রতি মুগ্ধতা তৈরি হয়েছিল।
আহা, আরিফ! এই নির্মম মৃত্যুর খেলাঘরে আমরা কে বা কারা এমন করে চলে যাই আর বাকি পড়ে-থাকা মানুষেরা কেবল শোক করবে বলে নিদারুণ ব্যথা নিয়ে বেঁচে থাকে। আপনার আত্মার শান্তি কামনা করি, আরিফ!
০৮ নভেম্বর ২০২৩
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
- টুকটাক সদালাপ ১০ - February 1, 2025
- টুকটাক সদালাপ ৯ - February 1, 2025
- টুকটাক সদালাপ ৮ - January 23, 2025
COMMENTS