জাঁ-লুক গদার, অ্যা ভলান্টারি ডিপার্চার

জাঁ-লুক গদার, অ্যা ভলান্টারি ডিপার্চার

মারা গেলেন গদার
কথাটা আদৌ অসত্য না হলেও অধিকতর সত্য হয়
জাঁ-লুক গদারের মারা যাওয়াটা সাধারণ মৃত্যু নয়।

মৃত্যুটি বিশেষ
অনিবার্যভাবে ব্রেথলেস
বদলায়া যাওয়া ছায়াছবিপৃথিবীর দৃশ্যধর ও দিশারি
নিশ্চয় আমরা জাঁ-লুক গদারের মৃত্যু স্মরণীয় ধরতে পারি!

জিতি কিংবা হারি
দুই দোস্ত ত্রুফো ও গদারের ফিল্মসারি
রিওয়াইন্ড-প্যজ-ফরোয়ার্ড
অথবা আবৃত্তাকার লাইক অ্যা ভিয়্যু অফ অ্যা বার্ড
অ্যাবসোলিউট অ্যান্ড অ্যাবসার্ড
দেখে দেখে যাওয়া যায়
এই নিরবচ্ছিন্ন যন্ত্রণাজান্তব সংসার!

আই ফ্যল আপঅন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড

অমোঘ মরণ নয়, ডিসাইডেড
বাই দি ডায়েড
পত্রিকায় লিখসে অ্যাসিস্টেড স্যুইসাইড
জাঁ-লুক গদার : অ্যা ভলান্টারি ডিপার্চার!
সজ্ঞানে স্বেচ্ছায় অ্যাসিস্ট্যান্স কামনা করেন পাড়ি দিতে পরব্রহ্মাণ্ডে
এহেন ডেথ আইনসিদ্ধ স্যুইজারল্যান্ডে

অ্যাডিয়্যু, মঁসিয়ে গদার, বিদায়!

লেখা / জাহেদ আহমদ

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you