মারা গেলেন গদার।
কথাটা আদৌ অসত্য না হলেও অধিকতর সত্য হয়
জাঁ-লুক গদারের মারা যাওয়াটা সাধারণ মৃত্যু নয়।
মৃত্যুটি বিশেষ
অনিবার্যভাবে ব্রেথলেস
বদলায়া যাওয়া ছায়াছবিপৃথিবীর দৃশ্যধর ও দিশারি
নিশ্চয় আমরা জাঁ-লুক গদারের মৃত্যু স্মরণীয় ধরতে পারি!
জিতি কিংবা হারি
দুই দোস্ত ত্রুফো ও গদারের ফিল্মসারি
রিওয়াইন্ড-প্যজ-ফরোয়ার্ড
অথবা আবৃত্তাকার লাইক অ্যা ভিয়্যু অফ অ্যা বার্ড
অ্যাবসোলিউট অ্যান্ড অ্যাবসার্ড
দেখে দেখে যাওয়া যায়
এই নিরবচ্ছিন্ন যন্ত্রণাজান্তব সংসার!
আই ফ্যল আপঅন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড
অমোঘ মরণ নয়, ডিসাইডেড
বাই দি ডায়েড
পত্রিকায় লিখসে অ্যাসিস্টেড স্যুইসাইড
জাঁ-লুক গদার : অ্যা ভলান্টারি ডিপার্চার!
সজ্ঞানে স্বেচ্ছায় অ্যাসিস্ট্যান্স কামনা করেন পাড়ি দিতে পরব্রহ্মাণ্ডে
এহেন ডেথ আইনসিদ্ধ স্যুইজারল্যান্ডে
অ্যাডিয়্যু, মঁসিয়ে গদার, বিদায়!
লেখা / জাহেদ আহমদ
Latest posts by গানপার (see all)
- বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, আমাদের আতাভাই || বিমান তালুকদার - June 30, 2025
- উৎসব পুরাই ১ এর ক || কাজী ইব্রাহিম পিয়াস - June 29, 2025
- অনন্তযাত্রায় বাউল খোয়াজ মিয়া - June 28, 2025
COMMENTS