“There must be some way out of here,” said the joker to the thief,
“There’s too much confusion, I can’t get no relief
Businessmen, they drink my wine, plowmen dig my earth
None of them along the line know what any of it is worth.
জগতের সকলকিছুই চোর — কিছু কিছু ডাকাত — আনবিক বোমার মতো।
মানুষ কেমন বাঘের শরীর থেকে চুরি করে নিয়ে আসে চামড়া! — পেতে রাখে, ঝুলিয়ে রাখে, বীরত্বের প্রতীক বানিয়ে আটকে রাখে।
রাজপথের এই কুকুরগুলি হাজার বছর আগে — এই জনপদেই — চুরি করে নিয়ে যেত রাজহংসীর সদ্যফোটা ছানা। প্রতিশোধস্পৃহা নিয়ে আমাজানের গহীন থেকে বেরিয়ে-আসা এক শিম্পাঞ্জি চুরি করে নিয়ে যায় মানুষের শিশু।
“No reason to get excited”, the thief he kindly spoke,
“There are many here among us who feel that life is but a joke
But you and I, we’ve been through that and this is not our fate
So let us not talk falsely now, the hour is getting late”.
চোর রোদ নিয়ে যায় জল, চোর জল নিয়ে যায় মাটি, চোর মাটি নিয়ে যায় মাংসল দেহ! জগতের সকলকিছুই চোর — কিছু কিছু ডাকাত — আনবিক বোমার মতো।
All along the watchtower, princes kept the view
While all the women came and went, barefoot servants too.
জগতের সকল প্রাণী চুরিবিদ্যায় ডুবে থাক, জগতের সকল প্রাণী দিবানিশি সুখে থাক।
Outside in the distance a wildcat did growl
Two riders were approaching, the wind began to howl.
[লেখার সঙ্গে ব্যবহৃত ভার্সটুকু ‘অল অ্যালং দ্য ওয়াচটাওয়ার’ গানের অংশ, বব ডিলান সেই গানের অরিজিন্যাল সিঙ্গার-স্যংরাইটার-কম্পোজার, অনেকেরই কম্পোজিশনে গানটার আলাদা আলাদা কাভার-ভার্শন রয়েছে যেগুলোর মধ্যে জিমি হেন্ড্রিক্সের করা কাভারটা জগদ্বিখ্যাত।]
… …
- আমার রোজা আমার পূজা || অসীম দাস - June 11, 2019
- চোর ও জোকার || অসীম দাস - December 2, 2018
- খণ্ড খণ্ড রকচিত্র || অসীম দাস - October 27, 2018
COMMENTS