আমার জয়দেব

আমার জয়দেব

শেয়ার করুন:

 

আমার জীবনে জয়দেবের সংখ্যা তিন
বলা সমীচীন
গীতগোবিন্দমের গোসাঁই বাদ দিয়া বাকি রয় মাত্র দুই
কৃপণ কেন হই
বলেই ফেলি, বলতে হলে
দেড়ি তিনচাইরটা সিলেবলে

একজন বসু আর একজন কর

এদের সঙ্গে সম্পর্ক তো অনেক বছর
দুইয়ের অধিক অনুবাদে গীতগোবিন্দম
বসু মনে হয় যেন জনম জনম
করের লগে এখনও পয়পরিচয় এত ঘন নয়, কিসু কম

বর্ণিত সকলেই কবি, গ্রীষ্মবর্ষাশীত
রচিত হয় তাদের চর্যায় বিগত ও অনাগত সময়ের শোভা ও সংবিৎ
সকলেই ত্রিকালদর্শী, শিরদাঁড়াসম্পন্ন, উত্তম।

জাহেদ আহমদ

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you