১
কাজল ভাইয়ের (কাজল শাহনেওয়াজ) সাথে পরিচয় আমাকে ঋদ্ধ করছে নানাভাবে — বেশ কিছুক্ষণ ভাইবা এই পোশাকী লাইনটাই মাথায় আসলো, যে কাজল ভাইকে নিয়ে প্রস্তুতিহীন কিছু লিখতে গেলে ব্যক্তিগত বয়ান ছাড়া আর কী বলতে পারি।
অনেকবার ভাবছি কাজল ভাইয়ের একটা ফুল-লেংথ সাক্ষাৎকার নিতে চাই। পরলোকগত কামরুজ্জামান জাহাঙ্গীর ভাই তার ‘কথা’ পত্রিকায় কাজল ভাইয়ের দুর্দান্ত একটা সাক্ষাৎকার নিছিলেন। ওইটা ছাড়া কাজল ভাইয়ের বাকী ইন্টারভিউগুলা তেমনটা জমে নাই।
মৃত কবি-সাহিত্যিকদের নিয়ে আলোচনা করা অনেক ইজিয়ার জীবিতদের নিয়ে কথা বলার থেকে। সেইদিক থেকে আমি আমার বেশ কিছু প্রিয় লেখকের লো-কী মৃত্যুকামনা করি যাতে করে তাদের নিয়ে কথা বলা সহজ হয়ে যায়। পিঠ-চুল্কাচুল্কির অপবাদটাও গায়ে লাগলো না।
কিন্তু তারপরেই মনে হয় — এখন পর্যন্ত যতগুলা ইন্টারভিউ জইমা আছে, সেগুলা ট্রান্সক্রাইব না করে আরেকটা সাক্ষাৎকার নেয়ার প্রস্তুতি নেয়া সম্ভব না। পাব্লিক্লি এই কথাটা বইলা ফেললাম যাতে চাপে পড়েই কাজল ভাইয়ের সাক্ষাৎকারটা কোনো এক সময় নিয়ে নিতে পারি উনি রাজি হইলে। এমনিতেই অনেক রেকর্ডিং অলরেডি জইমা আছে, ইভেন কাজল ভাইয়ের সাথেও আট-দশ বছর আগের কথোপকথনেরও।
২
তার গল্পের বই ‘কাছিমগালা’ ও ‘গতকাল লাল’ নিয়ে একটা সিগ্নিফিক্যান্ট টাইম ইনভেস্ট করছি কন্টেমপরারি বাংলা ছোটগল্পের গতিপ্রকৃতি বোঝার জন্যে। কোনো সন্দেহ নাই কাজল ভাই উনাদের জেন্রেশনের শ্রেষ্ঠ গল্পকারদের একজন।
তবে, তার দুইটা গল্পগ্রন্থ নিয়ে এখনো কোনো ডিটেইল্ড আলোচনা দেখা বা পড়ার সৌভাগ্য হয় নাই। যেগুলা হইছে, সেগুলা মান কাজল ভাইয়ের ইউনিকনেসের সাথে খুব একটা জাস্টিস করতে পারে নাই বলে মনে হইছে (যেমনটা আমার ইলিয়াসের উপর লেখা নিয়েও মনে হয়)। বাকিটা সাহিত্যের সাথে ২৪/৭/৩৬৫ ইনভেস্টেড মানুষরাই বলতে পারবেন।
৩
অভিনন্দন কাজল শাহনেওয়াজকে তাঁর নতুন গদ্যগ্রন্থ প্রকাশের। অনলাইনে অর্ডার দিয়ে দিছি আপনি পদ্মা নিয়ে কী লিখলেন সেটা জানার জন্যে। নদী নিয়ে আমার আগ্রহ সমুদ্রের থেকেও বেশি।
পাঠক/অনুরাগী—এগুলা অনেক ভারিক্কি চালের কথা, ইউজলেসও। আমাকে আপনার একজন ফ্যানবয় হিশাবেই জানবেন।
…
কাজল ভাইয়ের সাথে সময় নিয়ে দেখাটা হইলো অনেকদিন পর—ফাল্গুনের এই বারুণীদেবীর আঙুরসন্ধ্যায়৷
বয়সের ডিফ্রেন্সটা ২০-২৫-৩০ হইলে কথা বলাটা অনেক প্যারাহীন হয়ে যায়৷ ভাষা নামের টুলটা অর্থবাচকতার ভিন্নতার দূরত্ব নিয়ে দাঁড়াইতে পারে না; দুইজনেরই আগ্রহ থাকে কথা শোনার। বলারও৷
তাকায়া থাকতেছি অপেক্ষায় কনভারসেশনটা কীভাবে আনফোল্ড করে সেটা দেখার জন্যে৷
ফেব্রুয়ারি ২১, ২০২৫
ছবিতে কবি ও কথাসাহিত্যিক, কাজল শাহনেওয়াজের সঙ্গে লেখক। ছবিসৌজন্য : লেখকের ব্যক্তিগত ফটোসংগ্রহ
শফিউল জয় রচনারাশি
গানপারে কাজল শাহনেওয়াজ
- আঙুরসন্ধ্যায় কাজল শাহনেওয়াজ || শফিউল জয় - February 26, 2025
- জহিরের গদ্যের সাথে প্রথমবারের এনকাউন্টারটা অনেক ট্রিপি এক্সপেরিয়েন্স || শফিউল জয় - February 18, 2025
- ইলিয়াস, খোয়াবনামার : পঁচিশেই, তিন নাম্বার বার || শফিউল জয় - February 12, 2025
COMMENTS