পূর্ণস্থান শূন্যকরণ আমার কাজ
আমি আছি আসানসোলের দিকে, দরিরামপুরে
. চব্বিশ-পরগণায়
খানার পর খানা তালাশিয়া চলেছি
আগুনের বীণা বাজাতে জানত যে-ছেলেটা, তারে কোথা পাই?
রুটির দোকানে যাই
লেটোর দলের অধিকারীর কাছে যেয়ে জিগাই —
তোমরা কেউ দেখেছ তারে, ভাই?
পূর্ণস্থান শূন্যকরণ আমার কাজ।
তাই বলে আমারে তোমরা পাতিবিপ্লবী ভেবো না!
আদমবোমায় আস্থাবান নই আমি।
মায়ে-খেদানো বাপে-ঠ্যাঙানো সেই মহিষেরে খুঁজিয়া চলেছি
মেঘনা হইতে মিসিসিপি দিবাযামী
হয়তো কোথাও মুয়াজ্জিন হয়ে হাঁকিছে আজান
আপাতত কোনো মহকুমা-মসজিদে;
নাকি সে হয়েছে ভাড়াখাটা সৈনিক কোনো জঙ্গের ময়দানে!
পঙ্কে এত পরিপূর্ণ সরোবর
তারে তার নাব্যতা ফিরিয়ে দেয়া চাই।
এসেছি এথা আসানসোলে, দরিরামপুর গ্রামে
. চব্বিশ-পরগণায়
বিষের বাঁশি বাজাত একজন এতদঞ্চলে
. দুখু মিয়া নামে
লেখা : জাহেদ আহমদ
… …
- ট্র্যান্সজেন্ডার ও সমানাধিকার || আফসানা কিশোয়ার - November 28, 2023
- একা || মূল :: পাওলো কোয়েলো, তর্জমা :: জাকির জাফরান - November 28, 2023
- গোলাপের নামঠিকানা || আল ইমরান সিদ্দিকী - November 28, 2023
COMMENTS