পার্ফেক্ট ডেইট বলতে আমি বুঝি নিজের ঘরে ফিরে বিছানায় পিক্নিক করা। মানে, এই মনে করেন যে একটা জামবাটি ভরে ঘনদুধে চুবিয়ে ভিজিয়ে একটু একটু কুটুস-কুটুস কামড় দিয়ে ক্যুকিজ খাওয়া আর ক্যাবলটিভিতে যা-ই দেখাক গোগ্রাসে দেদারসে গেলা।
বিবাহবন্ধন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা আমায় নিতে হয়েছিল ভক্তকুল হারাইবার ঝুঁকি সত্ত্বেও। রেটিং অনেক নিচে নেমে যেতে পারে, এমন আশঙ্কাও জরুর ছিল। তবু আমায় রিস্ক নিতে হয়েছিল শুধুই নিজের শান্তিটা রাখবার জন্য, নিজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেবার জন্য।
গ্ল্যামারের জৌলুসে-জেল্লায় যখন ঝলমলায়া উঠি, ঠিক তখনই মনে হয় নিজের শ্রেষ্ঠ মুহূর্তটা পার করতেসি।
পাব্লিসিটি স্টান্টের খাতিরে তো আর আমি আমার নিজস্বতা হারাইতে চাইতে পারি না।
আজীবন আমি ভালোবাসায় বিশ্বাস করি, কিন্তু সবসময় ভেবে এসেছি এমন বহুকিছুতেই আজকাল আমার চেইঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি।
অ্যামেরিক্যান গণহত্যা দেখতে হলে আপনাকে আয়োজন করে দেখতে হবে এমন নয়, চারপাশে একটাবার চউখ মেইলা তাকাইলেই ক্লিয়ার গণহত্যা আপনার নজর কাড়বে।
কাজপাগল বা কামোন্মাদ বা কামিনী বা ওয়ার্কাহোলিক বলতে কি বোঝায় জানতে চাইলে আপনেরা আমারে দেখতে পারেন। আমি হইতেসি গিয়া আপনার কাজপাগলার ডেফিনিশন।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
- কাব্য ও বিজ্ঞান || শ্রীঅশোকবিজয় রাহা বি.এ - January 14, 2025
- মুরারিচাঁদ কলেজ, অশোকবিজয় রাহা এবং একটি অগ্রন্থিত রচনা || মোহাম্মদ বিলাল - January 14, 2025
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
COMMENTS