মার্গারেট অ্যাটউড। কানাডিয়ান উপন্যাসিক, কবি ও সাহিত্যসমালোচক। সম্প্রতি দু-দুটো সম্মান লাভ করলেন অশীতিপর এই সাহিত্যিক।
মূলত উপন্যাস লিখে বিশ্বে সমাদৃত হলেও উপন্যাসের পাশাপাশি অ্যাটউড নিয়মিত প্রকাশ করে গিয়েছেন কাব্যগ্রন্থ, এর মধ্যে সেল্ফ-পাব্লিশড কবিতাবই বেশি। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত উপন্যাসের সংখ্যা আঠারো, কবিতাবইও সমসংখ্যক, অর্থাৎ আঠারোটি, এছাড়াও রয়েছে এগারোটি ননফিকশনবই।
অ্যাটউডের সম্প্রতি-রিলিজড কবিতাসঙ্কলন ‘পেপারবোট : নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস’ প্রকাশিত হয়েছে ২০২৩ সালে। কানাডার গ্রিফিন পোয়েট্রি প্রাইজ়-এর ‘লাইফটাইম রিকগ্নিশন অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হলেন অ্যাটউড। ২০২৪-এ এই সম্মান পেয়েছিলেন কানাডার কবি ডন ম্যাককে।
এছাড়া আরও একটি পুরস্কার পেলেন অ্যাটউড, ব্রিটিশ বুক অ্যাওয়ার্ডস (যা ‘নিবল্স্’ নামে পরিচিত)-এ পেলেন ফ্রিডম টু পাব্লিশ অ্যাওয়ার্ড। মুক্তচিন্তার ভুবন অনেকখানি প্রসারিত করে তোলার জন্যই এই সম্মান, যা অ্যাটউড বারেবারে দেখিয়ে এসেছেন তাঁর রচনার পর রচনায়।
গানপার নিউজ ডেস্ক
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS