The Gorge (2025), সিনেমাটি দুর্দান্ত এক রহস্যময় প্রেম ও বেঁচে থাকার গল্প।
এক গভীর রহস্যময় গিরিখাতের (Gorge) দুই প্রান্তে দু’জন স্নাইপার—লেভি ও ড্রাসা—চেকপোস্টে থাকে। তাদের নিয়ম খুব কঠোর। পরস্পরের সাথে যোগাযোগ করা যাবে না, একে অপরের সাথে সরাসরি মেলামেশা করা যাবে না।
এই গিরিখাত আসলে ভয়ঙ্কর এক সত্য লুকিয়ে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোপন পরীক্ষার ফল হিসেবে এখানে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর জীব—Hollow Men, যারা ছায়ার মধ্যে লুকিয়ে থাকে।
প্রথমে একে অপরের থেকে আলাদা থাকলেও ধীরে ধীরে লেভি ও ড্রাসা একে অপরের সাথে বোঝাপড়া শুরু করে। তারা বার্তা বিনিময় করে, দাবা খেলে, গান বাজায়, আর শুটিং প্রতিযোগিতায় মজা করে।
শেষমেশ লেভি সাহস করে জিপলাইনে করে ড্রাসার কাছে আসে, আর সেখান থেকেই জন্ম নেয় তাদের প্রেম।
কিন্তু বিপদ ঘটে যখন লেভি জিপলাইন থেকে ছিটকে গিরিখাতের গভীরে গিয়ে পড়ে। ড্রাসা তাকে বাঁচাতে ঝাঁপ দেয় এবং তখন তারা দু’জনেই আবিষ্কার করে—গিরিখাত শুধু রহস্য নয়, মৃত্যুফাঁদ। এখানে লুকিয়ে আছে সেই বিকৃত জীবেরা, যাদের ধরে রাখতে গোপন সামরিক বাহিনী এই পোস্টগুলো বসিয়েছে।
তারা বুঝতে পারে তাদের আসল মিশন পাহারা দেওয়া নয়, বরং গোপন পরীক্ষার ফল গোপন রাখা। যখন বিকৃত জীবেরা ছড়িয়ে পড়ার উপক্রম করে, তখন তারা একসাথে মিশন নেয় সবকিছু ধ্বংস করার। তারা Self-destruct সিস্টেম চালু করে, যার ফলে পুরো গিরিখাত ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়।
শেষে ইঙ্গিত দেওয়া হয়, লেভি ও ড্রাসা বেঁচে গেছে এবং ফ্রান্সে একে অপরের সাথে মিলিত হয়। তবে রহস্য থেকে যায়—এই ভয়ঙ্কর পরীক্ষাগুলো কি আসলেই শেষ হয়েছে, নাকি এখনও কোথাও চলছে?
Because too much truth puts sadness in your hearts and madness in your mind.
২৫ অগাস্ট ২০২৫
আমজাদ সুজন রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS