পুতুলের নাচ আর নাচের পুতুল || ইলিয়াস কমল

পুতুলের নাচ আর নাচের পুতুল || ইলিয়াস কমল

শেয়ার করুন:

সুজিত সরকারের সিনেমা দেখলাম, ‘গোলাবো সিতাবো’।

সুজিতের সিনেমায় একটা আরাম থাকে। তার সিনেমায় এইটা স্বতন্ত্র। যেমন বলিউডে আপনি অনুরাগের ছবিতে দেখবেন জীবনের বা সমাজের এক অন্ধকার দিকটা। অনুরাগ যদিও প্রেমের সিনেমাও বানাইছে, কিন্তু ওই প্রেমিক-প্রেমিকারাও শেষ পর্যন্ত সিনেমার অংশের গল্পটারে নিজেদের অন্ধকার জীবন বলতে পারে। সুজিতের সিনেমায় তেমন থাকে সাহস, শক্তি ও এলোমেলো জীবনের শিল্প। যেন এক আশ্চর্য জীবন।

‘গোলাবো সিতাবো’ মূলত উত্তর প্রদেশের পুতুলনাচের একটা ধরন। এই সিনেমায়ও আমরা কেন্দ্রীয় চরিত্রগুলোকে শেষ পর্যন্ত ওই নাচের পুতুল হিসেবেই দেখতে পারলাম। যেই কেন্দ্রীয় দুইটা চরিত্রে অভিনয় করছে অমিতাভ বচ্চন ও আয়ুশমান খুরানা। আর? আর হইলো এই সিনেমার চিত্রনাট্যকার জুহি চতুর্বেদির খেল।

আমার ধারণা সুজিতের সিনেমায় যে কোমলিয়তা দেখা যায়, তার একটা বড় কারণ জুহির চিত্রনাট্য। খেয়াল করলে দেখবেন সুজিতের ‘ভিকি ডোনার’, ‘পিকু’ এবং ‘অক্টোবর’ তিনটা ছবিরই চিত্রনাট্য জুহি চতুর্বেদির লেখা। তার মানে এই জুটি যদি মনযোগ দিয়ে কাজ করে, আরও সুন্দর সুন্দর সিনেমা আমরা ভবিষ্যতে পাইতে পারি।

‘প্যারাসাইট’ সিনেমার পরিচালক বঙ জঙ হো একবার বলছিল, নিচের আড়াই ইঞ্চির দিকে মনোযোগ না দিয়ে যদি পর্দায় মনোযোগ দেন, তাহলে আপনাদের সিনেমার দুনিয়া আরো বেড়ে যাবে। এই রকম ‘গোলাবো সিতাবো’ দেখার সময় এনামুল করিম নির্ঝরের ‘আহা’-র কথা মনে পড়ে গেল। সিনেমার ধর্মই এইটা। একটার সাথে আপনার আরেকটার সম্পর্কও স্থাপন করতে পারে।

১৫ জুন ২০২০


ইলিয়াস কমল রচনারাশি
সিনেমার চিরকুট প্রবাহ
গানপার ম্যুভিরিভিয়্যু

ইলিয়াস কমল
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you