দ্য ডেভিলস মিসট্রেস-এর বাংলা করা যায় শয়তানের প্রেমিকা। হু, বিষয়টা এই রকমই। হিটলারের সবচেয়ে কাছের মানুষগুলোর একজন হিসেবে জোসেফ গোয়েবলসকে শয়তান বলাই যায়। তার রক্ষিতা-প্রেমিকা বা উপপত্নী যা-ই বলা হোক না কেন, তিনি ছিলেন চেকোস্লাভিয়ান অভিনেত্রী। অসম্ভব সুন্দরী, মেধাবী। যার প্রেমে পড়েছিলেন স্বয়ং হিটলারও। কিন্তু দুর্ঘটনাক্রমে তার প্রেমটা হিটলারের সাথে না হয়ে গোয়েবলসের সাথেই হয়েছিল। যার খেসারত দিতে হয়েছে তার পুরো জীবনেই। অত্যন্ত নিঃসঙ্গভাবে তার শেষ জীবন কেটেছে। মৃত্যুও হয়েছে চরম একাকিত্বের মাঝেই। তার জীবন নিয়েই নির্মিত সিনেমা ‘দ্য ডেভিলস মিসট্রেস’। লিডা বারোভার চরিত্রে অভিনয় করেছেন চেক অভিনেত্রী তাতিয়ানা পাওফোভা। এক কথায় দুর্দান্ত অভিনয়। আমার মোটেও মনে হয়নি যে তিনি আসল চরিত্র নন। কেবল চেক ভাষায় হওয়ায় সংলাপের সাথে সাবটাইটেল মিলিয়ে একটু দম নিতে হইছে। নইলে একটানে শেষ করার মতো ছবি। ২০১৬ সালে চেকোস্লাভিয়ায় এই ছবি মুক্তি পায়। চেক ভাষায় ছবির নাম ‘লিডা বারোভা’। কিন্তু ইংরেজিতে নাম ডেভিলস মিসট্রেস। অবশ্য তাতিয়ানার অভিনয় ছাড়া ছবির মেকিং আহামরি কিছু না। তবে তাতিয়ানা নিজেও অসম্ভব সুন্দরী।
২৩ এপ্রিল ২০২০
ইলিয়াস কমল রচনারাশি
- বাংলাদেশের সিনেমা নিয়া আমি লিখতে আগ্রহী || ইলিয়াস কমল - October 1, 2025
- সিনেমার চিরকুট ২৬ - September 24, 2025
- স্টারকিডের স্টারডম ও বলিউডের আগডুম বাগডুম || ইলিয়াস কমল - September 19, 2025
COMMENTS