গান শুনতে-শুনতে ছেলেবেলায় প্রতিশব্দের বইয়ে পড়া অর্থ মনে পড়ে যায়। লেখা ছিল—funambulist, দড়ির উপর দিয়ে যে হাঁটে, দেখা যায় এখনও রাস্তায় অথবা সমুদ্রের ধারে, অসাধারণ দক্ষতায় পা ফেলে-ফেলে হেঁটে চলেছে কোনও কিশোরী, মাটি থেকে কত উঁচুতে, একচুল এদিক-ওদিক হলেই আছড়ে পড়বে মাটিতে, ভেঙে যাবে সুর…।
কণিকা বন্দ্যোপাধ্যায় (১২ অক্টোবর ১৯২৪-৫ এপ্রিল ২০০০) যেন এ-রকমই এক মানুষ। ফিউন্যামবুলিস্টের মতো হেঁটে যান নবরবিকিরণ ছুঁয়ে-ছুঁয়ে, সুরের প্রতিটি নোটে তাঁর অনায়াস বিচরণ, দূর থেকে আমরা শুনি বিস্ময়ে, এতটুকু বিচ্যুতি হলেই নষ্ট হবে ভারসাম্য, কিন্তু তা হয় না, হয় না বলেই অরুণ মিত্র ‘কণিকার গান’ কবিতায় লিখতে পারেন, ‘ওই কণ্ঠ আকাশসীমায় দোলে…’।
(লেখাটা পাক্ষিক দেশ পত্রিকার ২০২৪ অক্টোবর দ্বিতীয়ার্ধের সংখ্যায় শুভব্রত বন্দ্যোপাধ্যায় বিরচিত ‘আমাদের রক্তকণিকারা আলোয় মাতে’ শিরোনামে একটা আলোচনার কিয়দংশ)
মিউজিকডেস্ক, গানপার
- অক্টোবর নয় || তুহিন কান্তি দাস - October 9, 2025
- মায়ের চরণে মেমোয়ার - October 7, 2025
- সাধুসঙ্গ ও সাধনসংগীত || বিমান তালুকদার - October 3, 2025
COMMENTS