লি দেখার পরে খেয়ালের বশে কেইটের কামাইরোজগার সম্পর্কে একটা আন্দাজ নিতে সার্চ লাগাই।
ঠিকঠাক সম্পদের হিসাব পেতে, জোতজমি ভিটা বাগানবাড়ি সমেত, সেলেব্রিটিদের বেলায় একটু মুশকিল হয়। কিন্তু অঙ্কের হিসাবে বের করা যায় না এমন নয়। সেলেব্রিটিদের সয়সম্পত্তির ইয়ত্তা নাই। ইনার আউটার পরিধেয় বস্ত্র ও ব্যবহার্য দ্রব্যাদি নিলামে উঠলে দেখা যায় সেলেব্রিটিদের সম্পত্তি যা ভাবা গিয়েছিল তার বহু উপরে। ব্র্যান্ডভ্যালু চড়চড়ায়া বাড়তে থাকে যাদের, তাদের রোজগারপাতিও কল্পনাসাধ্যাতীত বাড়ন্ত হয়।
কেইটের নেটওয়ার্থ ২০২৫ সালে এসে ৬২ মিলিয়ন ইউএসডি। বাংলায় ফিগারটা কত, কারেন্সি কনভার্ট করে দেখা গেল সংখ্যাটা প্রায় সাড়ে-পঁচাত্তর কোটি বিডিটি। মানে, সোজাসাপ্টা, সাড়ে-পঁচাত্তর কোটি টাকা। আদৌ চমকাবার মতো সংখ্যা না আমাদের কাছে। কেননা একশ কোটি টাকা বাগানো সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মচারী আর পোকায় খাওয়া মন্ত্রীমিনিস্টারএমপি বিদেশের বিভিন্ন মহল্লায় পাড়ায় রিয়্যাল-এস্টেট বিজনেসে বেনামে লগ্নি করে রেখেছে কেইটের নেটওয়ার্থের চেয়েও অনেক বেশি ইনভেস্টমেন্ট।

তবু, হক হালাল রোজগার দিয়া টাইটানিককন্যা আয় করেছেন সাড়ে-পঁচাত্তর কোটি টাকা। আর এই ইনকামের জন্য তিনি ফিল্মে কেবল অভিনয় নয়, আরও অনেক ইনকাম-এনহ্যান্সিং কর্মকাণ্ড করেছেন। যেমন, প্রযোজনায় ইনভেস্ট করেছেন। রিয়্যাল-এস্টেটগুলার একটা ভ্যালু তো আছেই, সেইসঙ্গে সিনেমার প্রোডাকশন বিজনেসে টাকা খাটিয়েছেন। শুধু ম্যুভি নয়, টেলিভিশনে এবং মঞ্চে কাজ করেছেন দুইহাতে। এখনও করছেন তেজে, স্ক্রিনে এবং স্টেজে। ব্র্যান্ডেড পণ্য প্রসারের চুক্তিগুলো থেকে একটা ভালো আয় তার অ্যাকাউন্টে জমেছে। এইভাবে কেইট এলিজাবেথ উইন্সলেট তার সম্পদ গড়েছেন।
কম তো নয়, দীর্ঘ ক্যারিয়ার। টাইটানিক রিলিজ পাওয়ার বছর ধরলেও ১৯৯৭ থেকে ২০২৫ প্রায় তিন দশক হতে চলল। তবে এর আগে থেকেই কেইট অভিনয় করছিলেন অবশ্য। মঞ্চনাটকের মশহুর পরিবারের মেয়ে। স্ক্রিনে অ্যাপিয়ার করেন ডার্ক সিজন টিভিসিরিজে, একানব্বই খ্রিস্টাব্দে। এরপর চুরানব্বই সালে হেভেনলি ক্রিয়েচার্স দিয়ে বড় পর্দায়। ঠিক পরের বছর রিলিজ পায় সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। তারপর সাতানব্বই। টাইটানিক। তার আর পর নাই। একের পর এক ডিফিকাল্ট ক্যারেক্টারে কামিয়াব এই শিল্পী।
তার নেটওয়ার্থ, পঁচিশে, বাষট্টি মিলিয়ন ইউএসডি। টাকায় সাড়ে-পঁচাত্তর কোটি। ইম্প্রেসিভ।
সুবিনয় ইসলাম রচনারাশি
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS